ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/12601 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
১/শিক্ষা অর্জন দেশ ও মুসলিম জাতীর খেদমতের উদ্দেশ্যে হতে হবে।
২/চোখকে সব সময় নিচু করে রাখতে হবে,প্রয়োজন ব্যতীত কোনো শিক্ষক/শিক্ষিকার দিকে তাকানো যাবে না।মহিলা/পুরুষ তথা অন্য লিঙ্গের সহশিক্ষার্থীদের সাথে তো কোনো প্রকার সম্পর্ক রাখা যাবেই না।সর্বদা অন্য লিঙ্গর শিক্ষার্থী থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।
ফাতাওয়া উসমানী ১/১৬০-১৭১; বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/434
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি যেহেতু দেশ ও মুসলিম জাতীর খেদমতের উদ্দেশ্যে শিক্ষাগ্রহণের নিয়ত রাখেন,তাই আপনি পরীক্ষার হলে মুখ খোলা রাখতে পারবেন। তবে নিচক চাকুরীর উদ্দেশ্যে শিক্ষা গ্রহণের নিয়ত থাকলে আপনি মুখ খুলতে পারবেন না। হ্যা যদি আপনার আর্থিক অবস্থা নিতান্তই দুর্বল থাকে এবং আপনি ছাড়া আপনার মাতাপিতার ভরণপোষণের অন্য কেউ না থাকে,তাহলে আপনি চাকুরীর নিয়তে শিক্ষাগ্রহণ করতে পারবেন এবং মুখ খুলতেও পারবেন। বিস্তারিত জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/11336
ভর্তি, হাজিরা খাতা, প্রফ পরীক্ষা, এমবিবিএস পাস করা ইত্যাদি ক্ষেত্রে যদি ছবি জমা দিতেই হয়, তাহলে আপনার জন্য ছবি জমা দেয়া জায়েয রয়েছে। স্যারেরা সহ ক্লাসের সিআর তখন দেখে ফেললে গোনাহ তাদেরই হবে, যদি তারা বিনা প্রয়োজনে উক্ত ছবির দিকে তাকায়।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
জ্বী, আপনি ছবি দিতে পারবেন।এবং মুখ খোলা রাখতেও পারবেন।
(২)
যখনই হায়েয বন্ধ হবে তখন নামায পড়বেন।যখন আবার হায়েয শুরু হবে, তখন নামায পড়া তরক করে দিবেন।এভাবে ১০ দিন পর্যন্ত আ'মল করতে থাকবেন।