আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ।
১)কেউ আগে অনেক দুয়া করতে পারত কিন্ত বর্তমানে তার দুয়া করতে পারেনা,কম পারে,কান্না করে অন্তর দিয়ে দুয়া করতে পারেনা,এর কি কোন কারণ কাছে মানে হালাল হারাম বা
অন্যকিছু,দুয়া না করতে পারার কারণ??
২)কারর বাসায় হিন্দু মহিলা কাজ করে যেমন(ঘর মুছা, থালাবাসন পরিষ্কার করা, কাপ ড় ধোয়া এসব।জায়েজ হলেও কি উত্তম ত হবেনা,কি করনীয় এতে???তার ধোয়া এসবে প্লেটে খাওয়া দাওয়ায় সমস্যা হবে?
৩)কোন মহিলা তার কুরবানি পাওয়া গোশতগুল অন্য কোন মহিলা(যিনি কুরবানি দিয়েছে) র কাছে বিক্রি করতে চাই, এক্ষেত্রে কি ক্রেতা মহিলার টি কেনা উচিত হবে? উত্তম নাকি অনুউত্তম।
অনুগ্রহ করে জানাবেন উত্তরগুলো।