আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
461 views
in সালাত(Prayer) by (47 points)
একজন মহিলা হায়েয ভেবে সালাত আদায় থেকে বিরত থাকল,কিন্তু ২ দিনেই তা শেষ হয়ে যাওয়ায় তা ইস্তিহাযার আওতায় পড়ল।এক্ষেত্রে ওই মহিলা সালাত আদায় না করার জন্য গুনাহগার হবে কি? সালাত গুলো কাযা আদায় করতে হবে কি?

1 Answer

0 votes
by (583,020 points)
উত্তর
بسم الله الرحمن الرحيم 
۔
শরীয়তের বিধান অনুযায়ী  ইস্তিহাযার হুকুম সারাক্ষণ নাক দাঁত দিয়ে রক্ত পড়া, সারাক্ষন পেশাব নির্গত হওয়া,বা সারাক্ষন বায়ু বের হওয়া, মাযুর ব্যক্তির মতো। 
,
তাই ইস্তিহাযার সময় নামাজ রোজা আদায় করতে হবে। 
এই সময়ে উক্ত মহিলা তাওয়াফ, সহবাস সহ সব কিছুই করতে পারবে। শুধু প্রত্যেক নামাজে নতুন করে অজু করবে। সেই অজু দিয়ে এক ওয়াক্তের ভিতর তিলাওয়াত ও নফল নামাজ যত ইচ্ছা আদায় করতে পারবে যতক্ষণ না অজু ভঙ্গের অন্য কোনো কারণ পাওয়া যায়। তবে কখনো রক্ত এলে কখনো বন্ধ থাকলে ওয়াক্তের ভিতর বন্ধ হওয়ার সময়টায় নামাজ আদায় করে নিবে।
۔
মুস্তাদরাকে হাকিম গ্রন্থে হাদীস আছেঃ
عن عبد اللّٰہ بن عمرو رضي اللّٰہ عنہ قال: قال رسول اللّٰہ صلی اللّٰہ علیہ وسلم: تنتظر النفساء أربعین لیلۃ، فإن رأت الطہر قبل ذٰلک فہي طاہر، وإن جاوزت الأربعین فہي بمنزلۃ المستحاضۃ تغتسل وتصلي، فإن غلبہا الدم توضأت لکل صلاۃ۔ (المستدرک للحاکم، کتاب الطہارۃ ۱؍۲۶۵۱ رقم: ۶۲۵)
হযরত আব্দুল্লাহ বিন আমর রাঃ থেকে বর্ণিত, রাসুল সাঃ বলেন,,,ইস্তেহাযা ওয়ালা মহিলা গোসল করে নামাজ পড়বে।
রক্ত যদি এরপরেও পড়তে থাকে,তাহলে সে প্রত্যেক নামাজের (ওয়াক্তের) জন্য  অযু করে নিবে।
,
সুতরাং প্রশ্নে উল্লেখিত মহিলার জন্য সেই নামাজ গুলো আদায় করা জরুরী ছিলো,যেহেতু সেই মুহুর্তে উক্ত মহিলা সেটা ইস্তেহাযা কিনা ধরতে পারেনি,তাই সেই মহিলা এখন ঐ নামাজগুলোর কাজা আদায় করে নিবে।
অন্যথায় সে এই নামাজ আদায় না করার কারনে গুনাহগার হবে।
আল্লাহর সামনে তাকে জবাবদিহিতার সম্মুখীন  হতে হবে।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 165 views
0 votes
1 answer 185 views
0 votes
1 answer 146 views
0 votes
1 answer 224 views
...