১/ কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে কোনো কিছুতে নাপাক লাগায় তখন তাকে সেই নাপাককৃত বস্তুটা পাক করতে কী আলাদা কোনো বিধান পালন করতে হবে।না সবাই যেভাবে পাক করে সেভাবেই করতে হবে তাকে।
২/ আমি যদি ইচ্ছা করে একটা কাপর পায়খানায় ফেলে দেই তখন সবার মতে আমিও কী সেটাকে ৩ বার ধুয়ে পাক করব।না সেক্ষেত্রে অন্য কোনো নিয়ম আছে।