ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
কাপড়ে যদি দৃশ্যমান নাপাকি যেমন মনি লেগে থাকে আর ওই কাপড় একবার ভালো ভাবে ধুলেই যদি নাপাকীর কোনো আছার না থাকে, তাহলে ঐ কাপড় পাক-পবিত্র হয়ে যাবে।
(২)
নাপাক কাপড় বাথরুমের মেঝেতে রেখে মগ দিয়ে ধোয়ার সময় যদি কাপড় থেকে পানি ছিটে গিয়ে মগে লাগে,তাহলে মগ নাপাক হয়ে যাবে।আর ওই অবস্হায় যদি মগ বালতিতে চুবিয়ে পানি নেওয়া হয় তাহলে নাপাক মগের কারণে বালতির পানিও নাপাক হয়ে যাবে।
(৩)
এতটুকু নিংড়াতে হবে,যাতেকরে ঐ কাপড় থেকে টপকিয়ে টপকিয়ে পানি না পড়ে।এবং তৃতীয় বার একটু ভালকরে নিংড়াতে হবে।এভাবে কাপড় পবিত্র হয়ে যাবে।
(৪)
তৃতীয়বার ভালভাবে নিংড়ানোর সময়ে যে পানি বের হবে,সেই পানি নাপাক। তবে এরপর যে পানি বের হবে, তা নাপাক নয়।
(৫)
জ্বী, পৃথিবীর বাহিরে জমিনের নীচে প্রাণী আছে।এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। বিশ্বাস স্থাপন করা ফরয।