ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
যদি শরীরের কোনো অঙ্গে বীর্য বা অন্য কোনো নাপাকি লাগে আর তা ধোয়ার সময় পানির ছিটা অন্য অঙ্গ লাগে তাহলে ঐ অঙ্গটাও নাপাক হয়ে যাবে।
(২)
নাপাকি লাগা কাপড় বালতি থেকে বের করে চিপ দেয়ার সময় যদি পানি ফ্লোরে পরে অন্য দিকে ছিটা যায় তাহলে সেই স্থানও নাপাক হয়ে যাবে।
(৩)
আর পানিতে কোনো নাপাকি পড়লে যদি পানির গন্ধ,স্বাদ বা রং পরিবর্তন না হয় তাহলে ঐ পানিকে পাক ধরা হয়।এটা ১০হাত স্কয়ার গর্তের পানি বা তার চেয়ে বেশী পানির বেলায় প্রযোজ্য। এর চেয়ে কম পানি হলে, অল্প পানি পড়লেই নাপাক হয়ে যাবে।
নামায
(১)
নামায ফাসিদ হয় না কে বলল? নামায ফাসিদ হবে।
(২) চানাবুটের চেয়ে কম হলে নামায ফাসিদ হবে না।
এ সম্পর্কে স্থানীয় কোনো আলেমকে জিজ্ঞেস করুন।আমরা হানাফি ফিকহের আলোকে মাস'আলা বর্ণনা করে থাকি।