আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
192 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (101 points)
আসসালামুআলাইকুম,

পবিত্রতা:

১)যদি শরীরের কোনো অঙ্গে বীর্য বা অন্য কোনো নাপাকি লাগে আর তা ধোয়ার সময় পানির ছিটা অন্য অঙ্গ লাগে তাহলে ঐ অঙ্গটা কি নাপাক হবে?

২) নাপাকি লাগা কাপড় বালতি থেকে বের করে চিপ দেয়ার সময় যদি পানি ফ্লোরে পরে অন্য দিকে ছিটা যায় তাহলে সেই স্থান নাপাক হবে কি?

৩) আর পানিতে কোনো নাপাকি পড়লে যদি পানির গন্ধ,স্বাদ বা রং পরিবর্তন না হয় তাহলে ঐ পানিকে পাক ধরা হয় কিন্তু এটা মিনিমাম কত লিটার পানির ক্ষেত্রে আর এর দলিল টা সম্ভব হলে দিলে উপকৃত হতাম।

নামাজ:

১) নামাজে কোনো খাবার দাঁতের ফাঁকে আটকে থাকে এবং তা যদি চানা বুটের চেয়ে ছোট হয় তাহলে তা গিলে ফেললে তো নামাজ ভঙ্গ হয় না কিন্তু এর দলিল টা পেলে অনেক উপকার হতো।

২) আর চানা বুটের চেয়ে ছোটো খাবার দাঁতের ফাঁকে থেকে বের হয়ে হয়ে যদি অনিচ্ছাকৃতভাবে দাঁতের নিচে পড়ে এবং কামড় পড়ে যায় খাবারের উপর তাহলে নামাজ ফাসিদ হবে কি?

গ্রুপ:

রিসেন্টলি ফেসবুকে একটা গ্রুপ তৈরি হয়েছে যা মালেকি মাযহাব প্রচার করে বলে দাবি করে এবং তারা দাবি করে যে তারা মালেকি ফিকহ এর দক্ষ আলেমের তত্ত্বাবধানে গ্রুপটি পরিচালনা করেন।এই গ্রুপটি কি আসলেই নির্ভরযোগ্য কি না তা এক্টু কনফার্ম করলে উপকার হতো।আরো একটা জানার বিষয়  হলো যে ,বাংলাদেশে হানাফি আর আহলে হাদিস বাদে কোন কোন মাযহাব সুপ্রতিষ্ঠিত আছে?

লিংক: https://www.facebook.com/groups/malikimbd/?ref=share

জাযাকাল্লাহ।
by (20 points)
ভাই, একটা কথা বলি। শুধু ফেসবুক গ্রুপ বা অনলাইনের উপর ভিত্তি করে কোন মাযহাবকে গ্রহণ করা উচিত হবে না। 

1 Answer

0 votes
by (597,330 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ- 
(১)
যদি শরীরের কোনো অঙ্গে বীর্য বা অন্য কোনো নাপাকি লাগে আর তা ধোয়ার সময় পানির ছিটা অন্য অঙ্গ লাগে তাহলে ঐ অঙ্গটাও নাপাক হয়ে যাবে।

(২)
নাপাকি লাগা কাপড় বালতি থেকে বের করে চিপ দেয়ার সময় যদি পানি ফ্লোরে পরে অন্য দিকে ছিটা যায় তাহলে সেই স্থানও নাপাক হয়ে যাবে।

(৩)
আর পানিতে কোনো নাপাকি পড়লে যদি পানির গন্ধ,স্বাদ বা রং পরিবর্তন না হয় তাহলে ঐ পানিকে পাক ধরা হয়।এটা ১০হাত স্কয়ার গর্তের পানি বা তার চেয়ে বেশী পানির বেলায় প্রযোজ্য। এর চেয়ে কম পানি হলে, অল্প পানি পড়লেই নাপাক হয়ে যাবে।


নামায
(১) 
নামায ফাসিদ হয় না কে বলল? নামায ফাসিদ হবে।


(২) চানাবুটের চেয়ে কম হলে নামায ফাসিদ হবে না।

এ সম্পর্কে স্থানীয় কোনো আলেমকে জিজ্ঞেস করুন।আমরা হানাফি ফিকহের আলোকে মাস'আলা বর্ণনা করে থাকি।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 191 views
...