ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহাম।
জবাবঃ-
(১)
এক দিরহাম পরিমাণ কতটুকু? আর এক দিরহাম প্রশস্ততা কতটুকু?
প্রশ্ন হচ্ছে, দু'টি এবং উত্তরও হবে দু'টি।
যাইহোক, এক দিরহাম বলতে বর্তমান সময়ের ৫ টাকার সিকির সমপরিমাণ প্রায়।
(২)
নাজাসতে গালিজা এক দিরহাম বা তার চেয়ে বেশী পরিমাণ লাগলে ঐ কাপড় দ্বারা নামায হবে না।এর চেয়ে কম হলে নামায হয়ে যাবে।আর নাজাসতে খাফিফা সম্পূর্ণ কাপড়ের এক চতুর্থাংশ পরিমাণের চেয়ে বেশী লাগলে উক্ত কাপড় দ্বারা নামায বিশুদ্ধ হবে না।
(৩)
প্রশ্নটি পরিস্কার নয়।
(৪)
মজবুরি অর্থ চরম পর্যায়ের অপারগতা, যা ছাড়া আর কোনো রাস্তা নেই।
(৫)
আপনার প্রশ্ন থেকে যতটুকু বুঝেছি, সেই আলোকে বলব যে, মানুষের ডাক দ্বারা যদি অর্থের মধ্য মারাত্বক পর্যায়ের সমস্যা চলে আসে, এবং যিনি ডাকছেন,তিনি সে সম্পর্কে অবগত থাকেন, তাহলে উনার গোনাহ হবে।
(৬)
আপনার বিবরণ সঠিক নয়।
(৭)
বিয়ের দিন বিশেষ কোনো দু'আ কুরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়।