ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত সামুরা বিন জুনদুব রাযি থেকে বর্ণিত রয়েছে,
وعن سمرة بن جندب - رضي الله عنه - قال: قال رسول الله صلى الله عليه وسلم: " «لا تسمين غلامك يسارا، ولا رباحا، ولا نجيحا، ولا أفلح، فإنك تقول: أثم هو؟ فلا يكون، فيقول لا» ". رواه مسلم. وفي رواية له، قال: " «لا تسم غلامك رباحا، ولا يسارا ولا أفلح ولا نافعا» "
রাসূলুল্লাহ সাঃ বলেছেন,তুমি তোমার গোলামের নাম ইয়াসার,রাবাহ,নাজিহ,আফলাহ দ্বারা রাখবে না।তুমি যদি কখনোতাকে বলো,রাবাহ কি এখানে আছে,যদি সে ঐখানে না থাকে,তাহলে জবাবে বলা হবে যে,রাবাহ এখানে নেই।অথচ তখন শুভকামনা না হয়ে মন্দকামনা হবে।মুসলিম শরীফের সূত্রে বর্ণিত(মিরকাতুল মাফাতিহ-৪৭৫৩)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)প্রত্যেক মুসলমানের জন্য আরবীতে ভাল অর্থবোধক নাম রাখা উচিৎ।এবং ভালো ভাবে আরবী উচ্ছারণ মূলক নাম রাখা উচিৎ।
(২)
নামের বানান আরবী উচ্ছারণের সাথে মিল রেখেই করা উচিৎ।তবে মিল না থাকলেও কোনো সমস্যা হবে না, যদি না অর্থে কোনো পরিবর্তন আসে।আর অর্থে পরিবর্তন আসলে, অবশ্যই তা পরিত্যাগ করা উচিৎ।