আসসালামু আলাইকুম
খুবই জরুরি একটি প্রশ্ন করতে যাচ্ছি।
উত্তর পেলে খুবই উপকৃত হব।
আগে বিস্তারিত ঘটনা খুলে বলছি।
আমি ও আমার বন্ধু ৮ম শ্রেণিতে পড়তাম ২০১৯ সালে। আমাদের তারও আগে থেকে হারাম রিলেশন শুরু হয়। আমরা দুইজন ইসলামের পথে আসতে চেয়েছিলাম। তাই হালাল রিলেশন করার উদ্দেশ্য আর কোনো কিছু না ভেবে না বুঝে পিতামাতার অনুমতি ছাড়া বিয়ে করতে বসি। আমার বয়স ছিলো ১৭ বছর আর আমার বন্ধুর বয়স ছিলো ১৬। আমাদের ৮ মাস এর গ্যাপ ছিলো বয়সে। মুলত আমিই জেদ করে আমার বন্ধুকে বলি বিয়ে করে নিতে। আমার বন্ধুও রাজি হয়। তারপর আমার বন্ধুর একটা বন্ধু, যে খুব একটা ভালো ছেলে নয়, সিগারেট খায়, মেয়ে স্বভাব আছে, এমন খারাপ ছেলে বিয়ের কাজি হয়। তারপর ১৮ বছর এর একটি ছেলে আর ১৯-২০ বছর এর একটি ছেলে নিয়ে মোট ২ জন সাক্ষি ছিলো। ওই কাজি ঠিক মতো করে কিছুই বলতে পারেনি,,,আমাদের পরিচয়নামা, মোহরও কাজিই ধার্য করে,,,আমিও ৫ লাখ টাকা তেই সম্মতি জানাই,,তখন কিছু না বুঝেই করি সব। তারপর ১ টাকা শোধ করে বিয়ের দিনে। আমরা ৩ বার করে কবুল বলেছিলাম। এইভবেই বিয়ে হয়েছিলো। তারপর বিয়ের ১ বছরে ২০০ টাকা শোধ করে। কিন্তু বিয়ের দেড় বছর পরে আমাদের মধ্যে বিশাল ঝগড়া হয়। উল্লেখ্য যে, আমরা প্রাইভেট - স্কুল শেষে দেখা করতাম,,,মাঝে মাঝে রেস্টুরেন্টে যেতাম। তাছাড়া আমারা নিজেরা নিজেদের বাসায় থাকতাম বাবা মার সাথে। বাবা মা কিছুই জানে না এই ব্যাপারে।
মূল ঘটনায় আসি, তারপর ঝগড়ার এক পর্যায়ে আমি জেদ করি আমাকে তালাক দিতে। সে দিতে চায়না। আমি জেদ জোর করেই নিতে চাই। তারপর এই ২০২১ সালের ১২ এপ্রিল পর পর ২ তালাক দেয়। তারপর আমাদের মাঝে প্রায় সব ঠিক হয়ে যায়। ৩ দিন পর আবার ঝগড়া হয়। আমাদের তখন তো লকডাউন। চ্যাটিং আর ফোনে কথা হতো। সে আমার জেদে ফোনে আরেকটা তালাক দেয়। আসলে দেড় বছর হলো অনেক ধরনের সমস্যা হচ্ছিলো। আর এমন পর্যায়ে ঝামেলা চলে যায় যে তালাক হলো। আমাদের তালাকের ৩ মাসও হয়নি। আমরা এখন ১০ম শ্রেণিতে পড়ি।উউল্লেখ্য যে, আমরা অনেক কিছু করলেও মূল সহবাস করিনি, আমি এখনো কুমারি।
আমরা এখনো জানি না যে, বিয়েটা আদৌ সত্যি হয়েছে কিনা, তালাক আদৌ হয়েছে কিনা।
আমরা এখন যদি সব যোগাযোগ বন্ধ করে ৪-৫ বছর পরে পারিবারিক ভাবে পিতামাতার অনুমতি নিয়ে বিয়ে করতে পারব?
আশা করি উত্তর দিবেন।খুব বড় চিন্তার মধ্যে আছি।