ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ট্যাবের পানি যেহেতু প্রবাহিত পানির হুকুমে। তাই একবার ট্যবের পানিতে ধৌত করার পর উক্ত কাপড়কে নিংড়িয়ে নিলেই তা পবিত্র হয়ে যাবে।এখানে তিনবার ধৌত করার কোনো প্রয়োজনিয়তা নাই।
(২)
জ্বী, উক্ত নাপাক কাপড়ে ভিজা হাত বা ভিজা কাপড় রাখলে সেই হাত বা কাপড় নাপাক হিসেবে বিবেচিত হবে।
(৩)
মোটামোটি নাপাকি পানির মাধ্যমে দূর হতে হবে। সেই পরিমাণ পানি ঢাললেই মেঝে পাক পবিত্র হয়ে যাবে।
(৪)
এই পরিমাণ পানি যা দ্বারা নাপাকির দূর হয়েছে বলে ধারণা করা হবে,সেই পরিমাণ পানি ঢালতে হবে।
(৫)
নাপাকি কে ধৌত করার পর বা মৌছার পর নাপাকির চিহ্ন থাকলে তাতে কোনো সমস্যা নেই।বরং পাক বলেই বিবেচনা করা হবে।