আসসালামু আলাইকুম।
১) কেউ যদি কোরআন শরীফ ছুঁয়ে দেওয়া কথা ভেঙে ফেলে তাহলে কি টানা তিনদিন রোজা রাখলে কাফফারা আদায় হবে?
টানা তিনদিনের মাঝে একদিন শুক্রবার পড়লে কি কোন সমস্যা আছে?
২)কোন কথা দেওয়ার জন্য অথবা তওবা করার জন্য কোরআন শরীফ ছোঁয়া কি ঠিক?
কাউকে কথা দেওয়া অথবা তওবা করার সঠিক পন্থা কি?
৩) কেউ কাউকে কাফির বলে গালি দিলে কি তার ইমান ভঙ্গ হয়ে যাবে?
কাফির বলে গালি দিয়ে ফেললে করনীয় কি?
৪) যা বাস্তবে ঘটে নাই,কিন্তু তাও বারবার মনে হতে থাকা মনে হয় এমন ঘটছিল এইরকম চিন্তা থেকে বাঁচতে করনীয় আমল কি?