আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
205 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (25 points)
আসসালামু  আলাইকুম।
১) কেউ যদি  কোরআন  শরীফ ছুঁয়ে দেওয়া কথা ভেঙে  ফেলে  তাহলে কি টানা তিনদিন  রোজা রাখলে কাফফারা  আদায়  হবে?
টানা তিনদিনের মাঝে একদিন  শুক্রবার  পড়লে কি কোন সমস্যা  আছে?

২)কোন কথা দেওয়ার  জন্য  অথবা তওবা করার জন্য  কোরআন  শরীফ  ছোঁয়া কি ঠিক?
কাউকে কথা দেওয়া অথবা তওবা করার  সঠিক  পন্থা  কি?

৩) কেউ কাউকে কাফির  বলে গালি দিলে  কি তার ইমান  ভঙ্গ হয়ে যাবে?
কাফির  বলে গালি দিয়ে ফেললে করনীয়  কি?

৪) যা  বাস্তবে ঘটে নাই,কিন্তু তাও বারবার মনে হতে থাকা মনে হয় এমন ঘটছিল এইরকম  চিন্তা  থেকে বাঁচতে  করনীয় আমল কি?

1 Answer

0 votes
by (597,330 points)
edited by
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কুরআন স্পর্শ করে কসম/শপথ করলে কি কাফ্ফারা ওয়াজিব হবে?এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-  https://www.ifatwa.info/579

https://www.ifatwa.info/3101 নং ফাতাওয়ায় বর্ণিত রয়েছে যে,
কসম বা শপথ তিন। 

(২)
কাউকে কথা দেওয়া বা তাওবাহ করার জন্য দুইজন ন্যায়পরায়ণ মানুষকে সামনে রাখা এবং তাদের সামনে আলোচনা করাই কুরআন সুন্নাহর দৃষ্টিতে সঠিক পদ্ধতি।


(৩)
কাউকে কাফির বলে গালিগালাজ করা কখনো জায়েয হবে না। গালাগালি হয়ে গেলে তাওবাহ করতে হবে।

(৪)
যা বাস্তবে ঘটে নাই,কিন্তু তাও বারবার মনে হতে থাকা মনে হয় এমন ঘটছিল। এইরকম চিন্তা থেকে বাঁচতে সর্বদা আল্লাহর কাছে পানাহ চাইতে হবে।এবং সকল প্রকার নফল ইবাদত মনযোগ সহকারে পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...