আসসালামু 'আলাইকুম।
১,অযু বা গোসল করার কাজে ব্যবহার হওয়া পানি কি পরবর্তীতে ইস্তিঞ্জার কাজে ব্যবহার করা যাবে?
২,ফরজ গোসল ব্যতীত এমনি সাধারণ গোসলে ব্যবহার করা পানি কি হদস হিসেবে গণ্য হবে? যদি না যায় সেটা ইস্তিঞ্জা ও পরবর্তীতে হদস দূর করতে ব্যবহার করা যাবে কিনা
জাযাকাল্লাহু খাইর