আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
153 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (14 points)
reshown by

আসসালামুআলাইকুম,

হুজুর আমি একজন পুরুষ।কিছুদিন পূর্বে আমার হাতের কিছু অংশ কেটে যায় যা বর্তমানে ঠিক হয়ে যাওয়ার পর্যায়ে আছে তবে কিছু মাসয়ালা নিয়ে দ্বিধাদ্বন্দে আছি।মাসয়ালার উত্তর যাতে সঠিকভাবে দিতে আপনাদের সুবিধা হয় তাই আমি আমার হাতের ক্ষতের ছবির লিংক দিলাম- https://drive.google.com/file/d/1ZIHGthLBnjx39yXzwtGPnOD3edxzsTyN/view?usp=drivesdk

 

১)আমার এই ক্ষতে কিছুক্ষণ পরপর পানি জমে আপনাআপনি।সেই পানি কি নাপাক? কাপড়ে লাগলে কি কাপড় ধুতে হবে?

২)আর এই ক্ষতে পানি ঢাললে সমস্যা নেই।তাই আমি ওযুর সময় পানি দিয়ে ধৌত করি কিন্তু প্রশ্ন হলো যে ওযুর আগে তো পানি জমে থাকে ক্ষতে কিন্তু অনেক অল্প যার ফলে প্রবাহিত হওয়ার মতো নয়।ফলে যদি এই ক্ষতের উপর ওযুর সময় পানি ঢাললে কিওযু ভেঙ্গে যাবে?

৩)ক্ষতটি ভেজা অবস্থায় কাপড়ের সাথে লাগলে কাপড় নাপাক হবে কি?

৪)আর এই ক্ষত নিয়ে ঘুমানোর সময় যে পানি জমে তা তো শরীরে লেগে যেতে পারে।কিন্তু কোথায় লাগলো তা তো আর নিশ্চিতভাবে যাচাই করা যায়না।এমতাবস্থায় কি পুরো শরীর ধুতে হবে ঘুম থেকে উঠে?

 

৫)তেলাপোকার উপর পা পড়লে যে তেল তেল ভাব লাগে সেই তেল কি নাপাক?আর ঘরের মেঝেতে সেই তেল লাগলে কি তা মুছতে হবে তিনবার নাকি শুকালেই হবে?

৬)অনলাইন ক্লাসে কেবল হাজিরা দিয়ে কিছুক্ষণ ক্লাসে থেকে বের হয়ে গেলে প্রতারণা হবে কি?

৭)আসাইমেন্টে পেজের একপাশে লেখতে বললে কি তা করা উচিত হবে? কারণ এতে কাগজের একপাশ অপচয় হয় আর সব আসাইমেন্ট করার পর তো এভাবে অনেক কাগজ অপচয় হবে।এভাবে অপচয় করা জায়েজ হবে কি?আর পেজের একপাশে না লিখলে আসাইনমেন্ট গ্রহন না ও করতে পারে।

৮)সর্তকতার তিন মিনিটসহ সেহরির শেষ সময় ছিল ৪.১৪ মিনিট।তো ৪.১৩ মিনিটে পানি মুখে দেয়ার সাথে সাথে ৪.১৪ বেজে যায় এবং পানি গিলে ফেলা হয় কিন্তু তা অনেক অল্প সময়ের ব্যবধানে।তো এই কয়েক সেকেন্ডের কারনে কি রোজা বাতিল হয়ে যাবে?আর গলা পর্যন্ত পানি সহ ঝাল ঢেঁকুর উঠলে রোজা ভাঙ্গে কি?

এতগুলো প্রশ্ন করার জন্য দু:খিত

1 Answer

0 votes
by (597,330 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ক্ষতে যদি কিছুক্ষণ পরপর পানি জমে আপনা আপনি। তাহলে সেই পানি নাপাক বলে বিবেচিত হবে। কাপড়ে লাগলে কাপড় ধুতে হবে।

(২)
ক্ষতে পানি ঢালার পূর্বে কাপড় বা টিস্যু ইত্যাদি দ্বারা ক্ষতের পানিকে তুলে নিয়ে তারপর উক্ত অঙ্গে পানি ঢাললে শরীর নাপাক হবে না।

(৩)
ক্ষতটি ভেজা অবস্থায় কাপড়ের সাথে লাগলে কাপড় নাপাক হবে না।তবে যদি ক্ষতের পানি কাপড়ে লাগে, তাহলে কাপড় নাপাক হবে।

(৪)
ক্ষতস্থান বেঁধে নিয়ে ঘুমাবেন।তখন সমস্ত শরীর নাপাক হওয়ার সম্ভাবনা থাকবে না।

(৫)
জ্বী, তেলাপোকা র তেল নাপাক। সেই তেল কাপড় বা শরীরে লাগলে তিন বার ধৌত করতে হবে।কেননা তা অদৃশ্যমান নাজাসত।

(৬)
অনলাইন ক্লাসে কেবল হাজিরা দিয়ে কিছুক্ষণ ক্লাসে থেকে বের হয়ে গেলে অবশ্যই প্রতারণা হবে।
(৭)
যদি প্রতিষ্টান এভাবে নিয়ম করে,তাহলে এ অপচয়ের গোনাহ আপনার হবে না।বরং গোনাহ হবে প্রতিষ্টান কর্তৃপক্ষের।

(৮)
৪.১৩ মিনিটে পানি মুখে দেয়ার সাথে সাথে ৪.১৪ বেজে যায় এবং পানি গিলে ফেলা হয় কিন্তু তা অনেক অল্প সময়ের ব্যবধানে।তো এই কয়েক সেকেন্ডের কারনে রোযা বাতিল হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 113 views
0 votes
1 answer 116 views
...