উত্তর
بسم الله الرحمن الرحيم
(০১) চার প্রধান মাযহাব না মেনে অন্য যেকোনো ইমাম যেমন ইমাম ইবনে তাইমিয়া কে অনুসরণ করতে পারবেন।
এক্ষেত্রে আপনার একমাত্র উদ্দেশ্য থাকতে হবে কুরআন হাদীসকে সঠিক ভাবে অনুসরণ করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া। প্রবৃত্তি পূজা যেনো না হয়।
তবে পুরোপুরি শরীয়তের উপর চলতে হলে যেহেতু উলামায়ে কেরামদের থেকে আপনাকে মাসয়ালা জেনে নিতে হবে,এক্ষেত্রে নিজ এলাকায়,বা নিজ দেশে সেই মতের আলেম উলামা থাকা চাই।
নতুবা আপনি পুরোপুরি ভাবে সেই মতের উপর চলতে পারবেননা।
তাই আপনার এলাকার উলামায়ে কেরামগন যেই মত মানেন,সেটাই মানা আপনার জন্য জরুরি।
তাহলে আপনি পুরোপুরি শরীয়তের উপর চলতে পারবেন। ইনশাআল্লাহ
★জ্ঞাতব্য বিষয় যে অনেক উলামায়ে কেরামগন বলেন যে চার মাযহাবের যেকোনো এক মাযহাব মানা ওয়াজিব।
এ মতটিও ছহিহ আছে।
,
(০২) সেহেতু আপনি হানাফি মাযহাবকে ফলো করেন,তাই সর্বক্ষেত্রে হানাফি মাযহাবকেই ফলো করবেন।কোনো একটি মাস'আলায় অন্য কোনো মাযহাবকে অনুসরণ করতে পারবেন না।
,
হ্যা আপনার জন্য এ সুযোগ রয়েছে যে,আপনি মাযহাবকে চেঞ্জ করে নিবেন।অর্থাৎ প্রথমে যদি কোনো এক মাযহাবকে ফলো করে থাকেন,তাহলে পরবর্তীতে সকল মাস'আলা ভিন্ন কোনো মাযহাবকে ফলো করতে পারবেন।এই চেঞ্জ করার একমাত্র উদ্দেশ্য থাকতে হবে কুরআন হাদীসকে সঠিক ভাবে অনুসরণ করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া। প্রবৃত্তি পূজা যেনো না হয়।
বিস্তারিত জানতে পড়ুন
,
উত্তর লিখনে
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ IOM