আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ্ ,
উস্তাদজী ,
১ • ফাসিক কাকে বলে , অর্থাৎ কি কি কাজ করলে তাকে ফাসেক বলা হয় ?
২ • একটা হাদীস শুনেছি , যে ব্যক্তি কোন এতীমের ভার নিবেন অর্থাৎ ছোট থেকে বিবাহের পূর্বে পর্যন্ত বা যে কোনো একটা রিযিকের ব্যবস্থা করতে সাহায্য করবে ছোট থেকে বড় পর্যন্ত , জান্নাতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘর আর তার ঘর পাশাপাশি হবে দুই আঙ্গুল মেশালে যেমন হয় ,
আমার প্রশ্ন হচ্ছে ,কত নেক বান্দা আছে আল্লাহর , কত নেক সাহাবী আছে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ,
আমি যদি কারো এমন ভার নেই তবে কি আল্লাহ্ আমাকেও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশাপাশি একটি ঘর দিবেন ?
প্রশ্ন ৩ • আর আমাদের নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর সবচেয়ে নিকটবর্তী থাকবেন তাই না ?
প্রশ্ন ৪ • আউজুবিল্লা-হি মিনাশ শাইত্ব-নির্ রজী-ম পড়লে এবং লা হাওলা অলা কুউওয়্যাতা পড়লে শয়তান চলে যায় ,
কত সময়ের জন্য এবং কতদূরে শয়তান যায় এবং কতক্ষণ পর ফিরে আসে?
প্রশ্ন ৫ • আমি আমার ক্রোধ মহামারী থেকে কিছুতেই বের হতে পারছি না , এর জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি আল্লাহর ইচ্ছায় , নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কত হাদীস জানি কোরআন আয়াত জানি মানতে চেষ্টা করছি কিন্তু রাগের সময় মনে হয় সব ভেঙ্গে চূরমার করে দেই , কিছু মনে আসে না, আর মনে আসলেও ,বুঝতেছি ভুল করছি তারপরও রেগে যাই, পরে আবার অনুশোচনায় আল্লাহর কাছে ক্ষমা চাই , আমি জানি আমার আল্লাহ্ আমাকে প্রতিবারই ক্ষমা করবেন, কিন্তু এভাবে আর কতো............ ?
একটা ভালো উপায়ন্তর যদি বলতেন, যেভাবে আপনারা নিজেদের ক্রোধ দমন করেন ?
প্রশ্ন : ৬ • কারো দাঁত যদি জন্মগত ভাবে ফাঁকা থাকে এবং সে যদি ওখানে স্থায়ীভাবে দাঁত লাগায় সৌন্দর্য বৃদ্ধির জন্য, তবে কি তার গোনাহ হবে ?
( বি. দ্র : একটা দাঁত লাগাতে গেলে তার পাশের দুই দাঁত ও কাটাছাট করা লাগে প্রটেকশনের জন্য )
এক্ষেত্রে করণীয় কি ?