চারটি বিষয়ে জানতে চাইঃ
১)হায়েজ অবস্থায় পাতার মেহেদী দেয়া যাবে?
নাকি এইসময় দেয়া থেকে বিরত থাকা উচিত?
২)আলতা দেয়া কি জায়েজ? আলতা পরা যাবে কি?
৩) জায়ফল / জয়ত্রী খাওয়া কি হালাল? জয়ফল দিয়ে হারবাল সিরাপ তৈরি করলে সেটা খাওয়া যাবে?
৪) কিছুদিন আগে অসুস্থতার কারণে আমার কয়েকদিনের সালাত কাযা হয়ে যায়। সালাত সব আদায় করেছি পরে আলহামদুলিল্লাহ। কিন্তু বিতর সালাত তো পড়ি নি। বেশ কয়েকদিন হয়ে গেছে সালাত কাযা হওয়ার। এখন সেই কাযা বিতর সালাতগুলো কী আবার পড়া লাগবে? এবং পড়ার নিয়ম কি শাইখ?