জবাব
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে উল্লেখিত বাক্য কেহ যদি তার স্ত্রীকে নিয়ে বলে,সেক্ষেত্রে সমস্যা হবে।
মাকে নিয়ে এসব কথা বললে কোনো সমস্যা নেই।
,
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে কোনো সমস্যা হবেনা।
★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
ওয়াসওয়াসা থেকে বাঁচতে অন্তর থেকে যাবতীয় দুশ্চিন্তা,টেনশন একদম ঝেড়ে ফেলুন, মনকে শান্ত রাখুন,
নিয়মিত ধারাবাহিক ভাবে সকাল বিকাল আল্লাহর যিকির করতে থাকুন-দেখবেন মন শান্ত হবে।
الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।(সূরা রা'দ-২৮)
إن النبي ا نھی أن یبول الرجل في مستحمہ ، وقال : ان عامۃ الوسواس منہ ، عن عبد اللہ بن مغفل ص (الجامع الترمذی ، حدیث نمبر : ۲۱ ، باب ما جاء في کراھیۃ البول في المغتسل ، کتاب الطھارۃ )
রাসুল সাঃ যেখানে পানি জমা হয়,সেখানে পেশাব করতে নিষেধ করেছেন।(যাতে করে ওয়াসওয়াসা পয়দা না হয়।)
.
শয়তানী এই ওয়াসওয়াসা অন্তর থেকে ঝেড়ে ফেলতে হবে।
۔لاحول ولاقوۃ الا باللہ العلی العظیم
বেশি বেশি পড়বেন।
সব নেতিবাচক ধারণাকে পরিহার করুন।এবং একজন হকপন্থি আল্লাহ ওয়ালা বুজুর্গের সহচরী হোন।
বুজুর্গের কাছে সবকিছু খুলে বলবেন।তাবলীগে কমপক্ষে এক চিল্লা দেওয়ার চেষ্টা করুন।
ইনশাআল্লাহ সকল সমস্যা মিটে যাবে।
আল্লাহ তায়ালা সকলকে দ্বীনের প্রতি অটল অবিচল থাকার তওফিক দান করুন।
আমিন।