আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
160 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (75 points)
edited by
১/ আমি ওয়াসওয়াসয় ভুগি

আমি মনে মবে বলে ফেলি এবংং জোরে বলি যে আমার জন্য আমার মাকে স্পর্শ করা হারাম।এখন কী করব

জসজসজডজশহসজজসজাকসজজডজডজডজডজডজডজডজজডজডজডজডজডজজডজডজডজডজডজডকডকডকডকডকীককীকডকডমসজসকসকসজসমসমসজসকূকসকজসহসজাজূকসকসকসজজসজসজসজসমসজকদোজসনশনহসজসজাজসজ

1 Answer

0 votes
by (579,240 points)
জবাব
بسم الله الرحمن الرحيم 


প্রশ্নে উল্লেখিত বাক্য কেহ যদি তার স্ত্রীকে নিয়ে বলে,সেক্ষেত্রে সমস্যা হবে।
মাকে নিয়ে এসব কথা বললে কোনো সমস্যা নেই।
,
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে কোনো সমস্যা হবেনা।     

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
ওয়াসওয়াসা থেকে বাঁচতে  অন্তর থেকে যাবতীয় দুশ্চিন্তা,টেনশন একদম ঝেড়ে ফেলুন, মনকে শান্ত রাখুন,
নিয়মিত ধারাবাহিক ভাবে সকাল বিকাল আল্লাহর যিকির করতে থাকুন-দেখবেন মন শান্ত হবে।

الَّذِينَ آمَنُواْ وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللّهِ أَلاَ بِذِكْرِ اللّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।(সূরা রা'দ-২৮)

إن النبي ا نھی أن یبول الرجل في مستحمہ ، وقال : ان عامۃ الوسواس منہ ، عن عبد اللہ بن مغفل ص (الجامع الترمذی ، حدیث نمبر : ۲۱ ، باب ما جاء في کراھیۃ البول في المغتسل ، کتاب الطھارۃ )
রাসুল সাঃ যেখানে পানি জমা হয়,সেখানে পেশাব করতে নিষেধ করেছেন।(যাতে করে ওয়াসওয়াসা পয়দা না হয়।)  
.
শয়তানী এই ওয়াসওয়াসা অন্তর থেকে ঝেড়ে ফেলতে হবে।  

   ۔لاحول ولاقوۃ الا باللہ العلی العظیم
বেশি বেশি পড়বেন। 

সব নেতিবাচক ধারণাকে পরিহার করুন।এবং একজন হকপন্থি আল্লাহ ওয়ালা বুজুর্গের সহচরী হোন।
বুজুর্গের কাছে সবকিছু খুলে বলবেন।তাবলীগে কমপক্ষে এক চিল্লা দেওয়ার চেষ্টা করুন।
ইনশাআল্লাহ সকল সমস্যা মিটে যাবে।

আল্লাহ তায়ালা সকলকে দ্বীনের প্রতি অটল অবিচল থাকার তওফিক দান করুন। 
আমিন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 206 views
0 votes
1 answer 156 views
...