আসসালামু আলাইকুম,
১-মেয়েদের জব করা কোন ক্ষেত্রে জায়েজ
আর কোন ক্ষেত্রে জায়েজ না?
২- যদি প্রয়োজনে মাঝে মাঝে মুখ খোলতে হয়,
যেমন ভাইবা পরীক্ষা বা বিশেষ কোন দিনে,
সেক্ষেত্রে কি চাকুরি করা জায়েজ হবে?
৩- জেনারেল স্টুডেন্টদের জন্য,
বাংলাদেশে মেয়েদের জন্য এমন কোন প্রতিষ্ঠান আছে যেখানে খাস পর্দা মেইনটেইন করে চাকুরি করা যাবে??
৪- একজন শিক্ষিত মেয়ের হাসবেন্ড সরকারি চাকরি করে। অবস্থা মোটামুটি ভালো। মেয়ে পর্দা করে চলে।
কিন্তু শশুড়বাড়ির ফ্যামিলি থেকে চাচ্ছে মেয়ে যেহেতু শিক্ষিত, ভালো চাকরি বাকরি করুক।
কিন্তু মেয়েটি পর্দা নিয়ে কনসার্ন। যে কোন জবে ভাইভা দিতে গেলেই তো হয় নিকাব খোলতে বলবে, নয়তো নিকাব দেখে নিবেই না।
আর কোনভাবে হয়ে গেলেও তো হয় ফ্রি মিক্সিং থাকবে,
নয়তো উপর থেকে চাপ থাকবে মুখ খোলা রাখার।
এই অবস্থায় মেয়েটি কি জব করতে পারবে?
আর ফ্যামিলিকেই কিভাবে বোঝাবে ব্যাপারগুলা?