দয়াকরে মুফতি ইমদাদুল হক সাহেবকে প্রশ্নের উত্তর দেবার অনুরোধ রইল,,,,,, দয়া করে আপনার এই বোনের চিন্তা দূর করতে সহায়তা করুন
১/ আমি পূর্বে আপনার নিকট একটি প্রশ্ন করেছিলাম যার উত্তর আপনি প্রদান করেছিলেন যে, "তালাক পতিত হয় নি"
প্রশ্ন টি হল এইরুপ যে ,
হুজুর স্ত্রী তালাকের মাসআলা সম্পর্কে অবগত হবার পর স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে যে তুমি কখনো তালাক দিলাম/তালাক দিছি/ছেড়ে দিলাম কথাটি কি ব্যবহার করছো বা কেনায়া বাক্যের ব্যবহারে তালাকের নিয়ত করছো কিনা ? তখন স্বামী বারবার উত্তর দেয় , না করি নাই । তখন স্বামী আল্লাহর কসম কেটে ও বলেছিল যে বলেনি, তারপরও স্ত্রী বারবার জিজ্ঞেস করায় স্বামী বিরক্তি প্রকাশ করে বলে যে ,"হয় বলছি যাও ভালো করছি" কিন্তু তখন তার তালাকের নিয়ত ছিল না এখন আমার প্রশ্ন হচ্ছে - এখানে ও তো" হয় বলছি" বলেছে, এখন এমন কথার মাধ্যমে কি তালাক পতিত হবে ?
আপনি উত্তর দিয়েছিলেন যে উক্ত কথার মাধ্যমে তালাকের স্বীকারোক্তি প্রদান করা হয়নি , বিরক্তি ভাব প্রকাশ করা হয়েছে তাই তালাক পতিত হবে না। আমি কি এখন এই কথায় বিশ্বাসী হব যে তালাক পতিত হয়নি?
২/ আমার স্বামীর এবং আমার ভিতর কথা কাটাকাটি হয় ২ দিন আগে তো আবার সব মিটমাট হয়ে যায় কিন্তু সে এখনো আমার উপর রাগ তাই তার রাগ ভাঙাতে আমি বিভিন্ন কৌশল অবলম্বন করি তো সে একপর্যায়ে বলে ,তুমি যেমন মুখ ফসকে তুই বলে ফেলছো আমিও তো তেমন মুখ ফসকে ওই কথাটি বলে ফেলতে পারতাম।
তখন আমি খুব ভয় পেয়ে যাই তার কথা শুনে এবং তাকে প্রশ্ন করি যে , তুমি মুখ ফসকে কি ওই কথা বলছো তখন উনি আমার উপরে বিরক্ত হয়ে বলেন ," হু "। উনি আমাকে তালাকের নিয়তে " হু "বলে নি।
আমি বারবার জিজ্ঞেস করায় উনি বিরক্ত হয়ে বলল, যে মুখ ফসকে বললে কি হইবে? তখন আমি বললাম,যে মুখ ফসকে বললেও তালাক হইয়া যাইবে। তখন উনি বিরক্ত হয়ে প্রতিউত্তরে উনি বলছে যে ,হইলে ভালো হইছে। উনি "হইলে ভালো হইছে" বলার কারন আমি এত বেশি তালাকের বিষয় নিয়ে তাকে প্রশ্ন কর যে সে শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছে।
( এখানে সে হুঁ কথাটি স্পষ্টভাবে মুখ দিয়ে উচ্চারণও করেনি)
এখন " হুঁ " কথাটি বলার মাধ্যমে কি তালাক পতিত হয়েছে?
সেদিন আমি এই প্রশ্ন করায় আপনি বলেছিলেন তালাক পতিত হয়েছে কিন্তু সেদিন আমার প্রশ্নে কিছুটা ভুল ছিল তাই আজকে আবার প্রশ্নটি সংশোধন করে আপনার নিকট প্রশ্ন করলাম
হুজুর দৈনন্দিন জিজ্ঞাসাঃশরয়ী সমাধান গ্রুপ এর উত্তরদাতা মুফতি যাকারিয়া আহমদ উত্তর দিয়েছেন যে উক্ত কথায় তালাক পতিত হয়নি, তাই প্রশ্নটির সঠিক উত্তর পাওয়ার আশায় আছি
৩/ স্ত্রী ওয়াসওয়াসার রোগী যার কারণে তার মাথায় সর্বক্ষণ তালাক বিষয়ক চিন্তা ঘুরপাক খায় যার কারণে স্বামী খুবই বিরক্ত।এখন স্বামী যদি স্ত্রীকে বিরক্ত হয়ে বলে , "তালাক হইলে ভালো হইছে "অর্থাৎ সে এরূপ বুঝাতে চেয়েছে যদি কোন কারনে তালাক হয়ে থাকে তাইলে ভালো হইছে, এখন এক্ষেত্রে চিন্তা না করে কি করনীয়? এরূপ বুঝাতে যদি বলে," হইলে ভালো হইছে"
এভাবে কথার পরিপ্রক্ষিতে যদি বলে তাহলে কী কোন সমস্যা আছে?
৪/ স্বামী যদি স্ত্রীকে বলে, তোকে আবার মুখে স্পষ্ট কইরা তিন তালাক বা তালাকের কথা বলা লাগে বা তালাক দিলে তোরে আবার মুখে স্পষ্ট কইরা বলা লাগে, এভাবে কথার পরিপ্রক্ষিতে যদি তালাক শব্দ ব্যবহার করে তাহলে কি তালাক পতিত হয়?
৫/ "মিথ্যা স্বীকারোক্তি করার মাধ্যমে তালাক পতিত হয়" এটি কোথায় বর্ণিত আছে?
৬/ মনে যদি সন্দেহ থাকে যে তালাক হয়েছে কি হয়নি, এরূপ সন্দেহের মাধ্যমে কি তালাক পতিত হয় ? অর্থাৎ স্বামী-স্ত্রীর ভিতরে পূর্বে কখনো তালাক সংঘটিত হয়েছে কিনা এ বিষয়ে স্বামী-স্ত্রী উভয়ের কেউই যদি মনে না করতে পারে এবং কোন প্রমাণ কিংবা সাক্ষী না থাকে তাহলে কি তালাক পতিত হবে? (এমনও তো হতে পারে যে পূর্বে তালাক হয়েছে কিন্তু তাদের কারোরই মনে নেই)
৭/ তুই যদি ভবিষ্যতে অমুক কাজ করস তাহলে তোকে তালাক দিব কিংবা তালাকের কথা বলমু বা কমু বললে কি শর্তযুক্ত তালাক পতিত হবে?