ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনার স্বামী যদি আপনাকে তাফবীযে তালাক বা তালাকের অধিকার এই শর্তে প্রদাণ করেন যে, উনি যদি আপনার উপর অত্যাচার করেন বা আপনার সাথে ঝগড়া করেন, কিংবা আপনার ভরণপোষন না দেন, তাহলে আপনি আপনার উপর তালাক দিতে পারবেন। সুতরাং আপনার স্বামী যখন আপনার উপর জুলুম নির্যাতন করছেন না, আপনাকে ভরণপোষণ দিচ্ছেন, তাই আপনি তালাকের অধিকার পাবেন না। সুতরাং আপনার ঐ কথা যে, “আমি তালাক নিলাম” দ্বারা তালাক পতিত হবে না।
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত।
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ মুসলমানগণ তার শর্তের উপর থাকবে। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৩৫৯৪, সুনানে দারা কুতনী, হাদীস নং-২৮৯০, শুয়াবুল ঈমান, হাদীস নং-৪০৩৯}
তাছাড়া আপনার স্বামীর বেধে দেওয়া ঐ শর্ত সমূহ পাওয়ার পরও যদি আপনি তালাকের নিয়ত ব্যতিত উদাহরণ দিতে গিয়ে বলে থাকেন যে, ”আমি তালাক নিলাম” তাহলে এদ্বারাও তালাক পতিত হবে না।