আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
218 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (22 points)
closed by

ক) https://ifatwa.info/20327/ এর গ তে, ধনীদের ক্ষেত্রেও তো তারা খারাপ পশু বিক্রি করে নতুন টা কিনতে পারে। তাহলে শুধু গরীবের উপরে কেন এই টা আবশ্যক যে নতুন কিনতে হবে খারাপ পশু বিক্রি করে?

খ) মানত এর ক্ষেত্রে, আমি কুরবানির পশুর এক ভাগ মানত করতে পারবো? আর তা কি কুরবানির পশুর সাথে দিতে পারবো নাকি নফল কুরবানীতে এক ভাগ দেওয়া লাগবে?  https://ifatwa.info/20327/ এর জ তে বলেছেন, একটা পূর্ণ পশু লাগে মানতে।

গ) https://ifatwa.info/20376/ এর চ তে, মানতের ওসীয়ত বলতে, মানত পূর্ণ করতে অক্ষম হয়ে গেলাম। আর পরে মারা যাওয়ার আগে অন্য কাউকে ওসীয়ত করে গেলাম। এইটা কখন করা যাবে আর কখন যাবে না।

ঘ) https://ifatwa.info/20376/ এর ঝ তে যা বললেন, দুই গুনাহ হবে শেষের ক্ষেত্রে। এই দুই গুনাহ এর কাফফারা কি কি হবে?

ঙ) নামাযে কিয়ামের সময় পা কি একদম সোজা কেবলা মুখি থাকা লাগে? আমি এক মসজিদে দেখলাম ইমাম এর পা কেবলা মুখি না একদম। একটু ছড়ানো ছিলো ডানে বামে।

চ) ফতোয়াতে মাকরুহ বলতে কি মাকরুহে তাহরীমী বুঝায়?

ছ) https://www.ifatwa.info/12004 এর শেষে বলেছেন,
শারিরিক শাস্তি প্রদানের অধিকার আইনত যেকোনো প্রতিষ্টানের থাকবে, এবং সেটারও কিছু বিধি-বিধান রয়েছে। 
প্রশ্ন, প্রতিষ্ঠান এর ক্ষেত্রে কি কি বিধিবিধান আছে?

জ)i) https://ifatwa.info/20291/ এর ছ এর উত্তর দেন নাই, তার বদলে ছ এ জ এর উত্তর দিয়েছেন।
আর
ii) https://ifatwa.info/20327/ এর ছ এর উত্তর দেন নাই, তার বদলে ছ এ জ এর উত্তর দিয়েছেন।

closed

1 Answer

+1 vote
by (583,020 points)
selected by
 
Best answer
জবাব
بسم الله الرحمن الرحيم 


(ক)
হাদীস শরীফে এসেছেঃ 

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمِرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُبَيْدِ بْنِ فَيْرُوزَ، قَالَ: سَأَلْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ مَا لَا يَجُوزُ فِي الْأَضَاحِيِّ. فَقَالَ: قَامَ فِينَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصَابِعِي أَقْصَرُ مِنْ أَصَابِعِهِ، وَأَنَامِلِي أَقْصَرُ مِنْ أَنَامِلِهِ فَقَالَ: " أَرْبَعٌ لَا تَجُوزُ فِي الْأَضَاحِيِّ - فَقَالَ -: الْعَوْرَاءُ بَيِّنٌ عَوَرُهَا، وَالْمَرِيضَةُ بَيِّنٌ مَرَضُهَا، وَالْعَرْجَاءُ بَيِّنٌ ظَلْعُهَا، وَالْكَسِيرُ الَّتِي لَا تَنْقَى "

‘উবাইদ ইবনু ফাইরূয (রহঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি আল-বারাআ ইবনু ‘আযিব (রাঃ)-কে জিজ্ঞেস করি, কোন ধরণের পশু কুরবানী করা জায়িয নয়? তিনি বললেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়ান। আমার আঙ্গুলগুলো তাঁর আঙ্গুলের চেয়ে তুচ্ছ এবং আমার আঙ্গুলগুলের গিরাগুলো তাঁর আঙ্গুলের গিরার চেয়ে তুচ্ছ। তিনি আঙ্গুল দ্বারা ইশারা করে বললেনঃ চার ধরণের দোষযুক্ত পশু কুরবানী করা জায়িয নয়। অন্ধ যার অন্ধত্ব সুস্পষ্ট, রুগ্ন- যার রোগ সুস্পষ্ট, খোঁড়া-যার খোঁড়ামী সুস্পষ্ট, বৃদ্ধ ও দুর্বল-যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে। 
(আবু দাউদ ২৮০২)

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই, 
শরীয়তের বিধান হলো, কুরবানীর নিয়তে ভালো পশু কেনার পর যদি তাতে এমন কোনো দোষ দেখা দেয় যে কারণে কুরবানী জায়েয হয় না তাহলে ওই পশুর কুরবানী সহীহ হবে না। এর স্থলে আরেকটি পশু কুরবানী করতে হবে। তবে ক্রেতা গরীব হলে ত্রুটিযুক্ত পশু দ্বারাই কুরবানী করতে পারবে। -খুলাসাতুল ফাতাওয়া ৪/৩১৯, বাদায়েউস সানায়ে ৪/২১৬, ফাতাওয়া নাওয়াযেল ২৩৯, রদ্দুল মুহতার ৬/৩২৫
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে গরিব উক্ত ত্রুটিযুক্ত পশু দিয়েই কুরবানী দিবে।
ধনী নতুন করে আরেকটি পশু ক্রয় করবে।   
,
(খ)
এখানে কুরবানীর মান্নত দ্বারা ২টি উদ্দেশ্য। 
এক, নিজের উপর যেই কুরবানী ওয়াজিব,যার গোশত সে খাওয়ার নিয়ত আছে,মান্নতের ন্যায় গরিব মিসকিনকে পুরোটাই দেওয়ার নিয়ত নেই  ,এমন কুরবানীর মান্নত করা।
এক্ষেত্রে এক ভাগ দিলেও হবে।

দুই, নিজের উপর যেই কুরবানী ওয়াজিব সেটি নয়,যার গোশত সে খাওয়ার নিয়ত করেনি বরং অন্যান্য মান্নতের ন্যায় গরিব মিসকিনকে পুরোটাই দেওয়ার নিয়ত আছে ,এমন কুরবানীর মান্নত করা।
এক্ষেত্রে কুরবানীর পশুর সাথে শরীকানা হিসেবে এক ভাগ দিলে হবেনা।
পূর্ণ পশু দিতে হবে। 

(গ)
অছিয়ত সাধারণত মারা যাওয়ার আগেই করা হয়।
তাই এখানে মারা যাওয়ার আগেই অছিয়ত করবে।
অক্ষমতার কারনে আগে করলেও হবে। 

(ঘ)
একটি দমই আবশ্যক হবে, তবে গুনাহও হবে।
,
(ঙ)
পায়ের আঙ্গুল গুলির মাথা কেবলার দিকে রাখা সুন্নাত।
,
(চ)
ফতোয়ার কিতাব যেখানে শুধু মাকরুহ বলা হয়,এখানে বেশিরভাগ ক্ষেত্রেই মাকরুহে তাহরিমি উদ্দেশ্য হয়।
,
(ছ)
যেকোনো প্রতিষ্ঠান এর এক্ষেত্রে বিধিবিধান তাদের প্রতিষ্ঠান থেকেই জেনে নিতে হবে।
তবে ইসলামী নীতিমালার খেলাফ শাস্তি দেওয়া হলে শাস্তিদাতা গুনাহগার হবেন।  
     
(জ)
(!)
আপনার খরচেই তাকে পাঠাতে হবে।
কেননা আপনার হজ্জ এখনো পূর্ণ হয়নি। 

(!!)
হাড়ের ভিতর যেটি থাকে,সেটি এখানে মগজ দ্বারা  উদ্দেশ্য।  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...