ওয়া আলাইকুমুস সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
ব্যাংকের প্রায়
সকল কর্মকর্তাকেই সুদী কারবারের সহযোগিতা করতে হয়। আর সুদ আদান-প্রদান যেমন
নাজায়েজ তেমনি সুদী কারবারের সহযোগিতা করাও নাজায়েজ। ফলে প্রচলিত ধারার
ব্যাংকগুলোতে চাকরি করা জায়েজ নয় এবং তা থেকে উপার্জিত সব অর্থ ভালো নয়।
সুদ হারাম হওয়ার
ব্যাপারে আল্লাহ তায়ালা বলেন-
الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ
إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ۚ ذَٰلِكَ
بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا ۗ وَأَحَلَّ اللَّهُ
الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا ۚ
যারা সুদ খায়, তারা কিয়ামতে দন্ডায়মান হবে, যেভাবে দন্ডায়মান হয় ঐ ব্যক্তি, যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের
এ অবস্থার কারণ এই যে, তারা বলেছেঃ
ক্রয়-বিক্রয় ও তো সুদ নেয়ারই মত! অথচ আল্লা’হ তা’আলা ক্রয়-বিক্রয় বৈধ করেছেন এবং
সুদ হারাম করেছেন। (সূরা বাকারা, আয়াত ২৭৫)
হাদীস শরীফে
এসেছে-
عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ لَعَنَ
رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُؤْكِلَهُ .
আবদুল্লাহ (রাঃ)
থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম সুদখোরের প্রতি ও সূদ প্রদানকারীর প্রতি লানত করেছেন। রাবী বলেন, আমি বললামঃ এর লেখকের প্রতি ও সাক্ষীদ্বয়ের
প্রতিও। তিনি বললেন, আমরা কেবল তাই বর্ণনা করি
যা আমরা শুনেছি। সহীহ মুসলিম, ৩৯৪৭
*কুরবানীর শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন
যদি হারাম হয় তাহলে কারো কুরবানী সহীহ হবে না।
ফাতাওয়ায়ে
হিন্দিয়াতে রয়েছে-
وإن كان كل واحد منهم صبيا أو كان شريك السبع
من يريد اللحم أو كان نصرانيا ونحو ذلك لا يجوز للآخرين أيضا كذا في السراجية.
তরজমাঃযদি সাত
শরীকের সাতজনই শিশু হয়,বা একজন গোস্তের
নিয়তে শরীক হয় বা একজন খৃষ্টান হয়, তাহলে অন্যান্য
শরীক(যাদের নিয়্যাত কুরবানি করে আল্লাহর নৈকট্য অর্জন )তাদের কারো কুরবানি সহীহ
হবে না, বরং সবার কুরবানি নষ্ট
হয়ে যাবে। (ফাতাওয়া হিন্দিয়া;৫/৩০৪) (শেষ)
সু-প্রিয় প্রশ্নকারী
দ্বীনি ভাই/বোন!
১. প্রশ্নোক্ত
ক্ষেত্রে তার বাবা যদি ব্যাংকের উপার্জন থেকে কুরবানীর পশুকে শরীক হয় তাহলে তার বাবার
সাথে অংশীদারিত্বে কুরবানী দিলে তার কুরবানীও সহীহ হবে না। তবে যদি তার বাবার
ব্যাংকের চাকরী ছাড়া অন্য কোনো হালাল উপার্জন থাকে এবং তা থেকে কুরবানীতে শরীক হয়
তাহলে কুরবানী করা সহীহ হবে।
২. হ্যাঁ, সে ক্ষেত্রে
অন্য কারোর সাথে কুরবানী দিতে পারবে বরং এমনটাই করবে।