আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
750 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (53 points)

হযরত, 2161 নং প্রশ্নের উত্তরের প্রেক্ষিতে -

১. (৪) ও (৯) নং পয়েন্ট দুইটি আরেকটু বিশ্লেষণ করে বললে উপকৃত হতাম। 

২. জানতাম যে, সবুজ রংও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। তাহলে সবুজ রঙের পোশাক পড়া সুন্নত হবে কি না?

by (53 points)
(৭) পোশাক যেন জাঁকজমকপূর্ণ প্রসিদ্ধিজনক না হয়। কারণ, এমন ধরনের পোশাক পরলে সাধারণত পরিধানকারীর মনে অহংকারের সৃষ্টি হয়। তাই মহানবী (সা.) বলেন- ‘যে ব্যক্তি দুনিয়াতে প্রসিদ্ধিজনক পোশাক পরবে, আল্লাহ্ তাকে কিয়ামতের দিন লাঞ্ছনার পোশাক পরাবেন। (আহমাদ, আবূ দাউদ, ইবনে মাজাহ, মিশকাত: ৪৩৪৬) 

1 Answer

0 votes
by (633,300 points)
বিসমিহি তা'আলা
জবাবঃ-
পাঞ্জাবী বা কোনো পোষাক কারুকার্যখচিত হওয়াকে শরীয়ত নিষেধ করে না।তবে পূর্ববর্তী সালাফগণ পরিহার করতেন।সে হিসেব আমরা এগুলো পরিহার করার পরামর্শ দিবো।

হাতাবিহীন সেন্ডো গেঞ্জি যেহেতু নমনীয়ভাবকে প্রকাশ করে না তাই দ্বীনদার ব্যক্তিগণ হাতা বিশিষ্ট সেন্ডো গেঞ্জিকে পছন্দ করেন।তাছাড়া হাতাবিহীন হলে নিজের শরীর খোলা খোলা মনে হয়,সেজন্য দ্বীনদাররা এটাকে পছন্দ করেন না।

রাসূলুল্লাহ সাঃ কোনো এক কালারকে যে পছন্দ করেছেন এবং পড়েছেন। বিষয়টা এমন নয় বরং হরেক রকম কালার,যেমন সবুজ,সাদা,কালো,লাল,ইত্যাদি অনেক রকমের কালারকে পরিধান করেছেন।কোনো একটি কালারকে নির্দিষ্ট করে সুন্নত বলা যাবে না।বরং হাদীসে যতগুলো কালারের আলোচনা এসেছে,সবগুলোই সুন্নত।এবং এগুলো সুন্নতে যায়েদা।যার উপর কোনো সওয়াব ধর্তব্য নেই।হ্যা অবশ্যই রাসূলুল্লাহ সাঃ এর সুন্নতের অনুসরণ হবে।
আল্লাহ-ই ভালো জানেন।

উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
লাল রঙের কথা কেন লিখেছেন? লাল তো নিষিদ্ধ 
by (633,300 points)
নিখুত লাল কালার নিষিদ্ধ। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...