ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি যদি এখন আপনার মাতা পিতার টাকা চুরি করেন, এবং তারা সামান্য ঢের পেয়ে যায়, তাহলে আপাকে তো তারা গালমন্দ করবে এবং সাথে সাথে ইসলামকেও তারা গাল মন্দ করবে। আপনার সাথে সাথে তারা ইসলামকে কলুষিত করবে। সুতরাং চুরি করা যাবে না। বরং তাদেরকে হেকমতের সাথে বুঝাতে থাকুন। হুট করে তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন না। বরং বিভিন্ন হেকমত ও পরিস্থিতি অনুযায়ী তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন।
আল্লাহ তা’আলা বলেন,
وَلَنَبْلُوَنَّكُم بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ ۗ وَبَشِّرِ الصَّابِرِينَ
এবং অবশ্যই আমি তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি ও ফল-ফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও সবরকারীদের।
الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
যখন তারা বিপদে পতিত হয়, তখন বলে, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা সবাই তাঁরই সান্নিধ্যে ফিরে যাবো।
أُولَـٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ
তারা সে সমস্ত লোক, যাদের প্রতি আল্লাহর অফুরন্ত অনুগ্রহ ও রহমত রয়েছে এবং এসব লোকই হেদায়েত প্রাপ্ত। (সূরা বাকারা-১৫৫-১৫৬-১৫৭)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ধর্ সহকারে পরিস্থিতির মুকাবেলা করুন। সম্ভব হলে কোনো পর্দা সম্মত চাকুরীর ব্যবস্থা করুন। হ্যা, বর্ণিত পরিস্থিতিতে নিজ অতি প্রয়োজনিয় জরুরত পুরা করতে আপনার জন্য যদিও বাবার টাকা চুরি করা জয়েয, তথাপিও এমন রাস্তার দিকে অগ্রসর হওয়া আপনার জন্য কখনো উচিৎ হবে না।