১. আমার অফিসের একজন সিনিয়র স্টাফ আমার কাছে আরেকজন সিনিয়র স্টাফের নামে বদনাম করেছে। আমি তা গোপন ই রাখতে চেয়েছি সবসময়। তবে যার নামে বদনাম করা হয়েছে তার সাথে কথা বলার সময় অনিচ্ছাকৃতভাবে বলে ফেলতে হয়েছে তাকে বদনাম করার বিষয়টি। যদিও কথা লাগানোর উদ্দেশ্য ছিল না। পরিস্থিতির কারণে বলতে হয়েছে। অতঃপর আমি তাওবা করেছি। এক্ষেত্রে ইসলামের বিধান কি।
২। নিচের লেখাটি কি সত্য?
ছয়টি জিনিস ছয়টি জিনিসের মধ্যে নিহিত-
আল্লাহ তায়ালা হযরত মূসা (আঃ) কে বললেন, হে মূসা! দুনিয়ার মানুষ আমার কাছে ছয়টি জিনিস চায়, আমিও তাদেরকে সেই ছয়টি জিনিস দিতে চাই। কিন্তু ঐ জিনিস আমি যেখানে রেখেছি, মানুষ তা সেখানে তালাশ না করে অন্য জায়গায় তালাশ করে। তাহলে মূসা! তুমিই বল, মানুষ তা পাবে কি করে? অতঃপর সে ছয়টি জিনিস আল্লাহ তায়ালা ব্যাখ্যা করে দিলেন।
১। দুনিয়ার মানুষ আমাকে সন্তুষ্ট করতে চায় আর আমিও তাদের প্রতি সন্তুষ্ট থাকতে চাই। কিন্তু আমার সন্তুষ্টি রেখেছি আমি নফসের বিরুদ্ধাচরণের মাধ্যমে। অথচ মানুষ তা তালাশ করে নফসের গোলামীর মধ্যে।
২। সকল মানুষই শান্তি কামনা করে আর আমিও তাদেরকে শান্তি দিতে চাই। কিন্তু আমি শান্তি সংরক্ষিত রেখেছি জান্নাতের মধ্যে, অথচ মানুষ শান্তি তালাশ করে দুনিয়ার মধ্যে।
৩। মানুষ জ্ঞানী হতে চায় আর আমিও তাদেরকে জ্ঞান দিতে চাই। কিন্তু জ্ঞান রেখেছি আমি ক্ষুধার কষ্ট ও সবরের মধ্যে। আর মানুষ জ্ঞান তালাশ করে আরাম ও ভোগ বিলাসের মাঝে।
৪। মানুষ সম্মানী হতে চায়, আর আমিও মানুষকে সম্মানিত করতে চাই। কিন্তু আমি সম্মান রেখেছি তাকওয়া পরহেযগারীর মধ্যে, আর মানুষ সম্মান তালাশ করে বড় লোকদের সাথে সম্পর্ক রাখার মধ্যে।
৫। মানুষ ধনী হতে চায়, আর আমিও তাদেরকে ধনী বানাতে চাই। কিন্তু ধনাঢ্যতা রেখেছি আমি কানায়াত তথা অল্পে তুষ্টির মধ্যে, অথচ মানুষ তা তালাশ করে সম্পদ ও প্রাচুর্যের মধ্যে।
৬। মানুষ তাদের দোয়া কবুল করাতে চায়, আর আমিও মানুষের দোয়া কবুল করতে চাই। কিন্তু আমি দোয়ার কবুলিয়াতকে রেখেছি, হালাল খাদ্যের মধ্যে। আর মানুষ দোয়া কবুল করাতে চায় হারাম খাদ্য আহার করে।
©Copied from MD Mahmudul Hasan 's wall!