বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
مبحث فيما تثبت به حرمة المصاهرة
-المصاهرة: وصف شبيه بالقرابة، ويتحقق في أربع: إحداها زوجة الابن، وهي تشبه البنت. ثانيهما: بنت الزوجة، وهي تشبه البنت أيضا، ثالثها: زوجة الأب، وهي تشبه الأم، رابعها: أم الزوجة، وهي تشبه الأم أيضا.
ুহুরমতে মুসাহারাহ চারজন ব্যক্তির ব্যাপারে সাব্যস্ত হবে। (১) পুত্রবধু- যা মেয়ের সাদৃশ্য গ্রহণ করে নেয় (২) স্ত্রীর মেয়ে- ইহাও মেয়ের সাদৃশ্য গ্রহণ করে নেয় (৩) পিতার স্ত্রী যা মায়ের সাদৃশ্য গ্রহণ করে নেয় (৪) স্ত্রীর মা- যা মায়ের সাদৃশ্য গ্রহণ করে নেয়। (আল-ফিকহু আলাল মাযাহিবিল আরবা'আহ-৪/৬১)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ভাই-বোনের মধ্যে হুরমত প্রমাণিত হয় না। সুতরাং ভাই বোনের মধ্যে কখনো স্পর্শ ইত্যাদি হয়ে গেলে হুরমত প্রমাণিত হয়ে তা মাতাপিতা পর্যন্ত বিস্তার করবে না।
(২) ভাই বোনের পরস্পর স্পর্শ বা লজ্জাস্থানের ভিতর প্রদর্শন দ্বারা কখনো হুরমত প্রমাণিত হবে না। এবং মাতাপিতার বিয়েতেও কোনো সমস্যা হবে না।
(৩)জ্বী, সন্দেহ দ্বারা হুরমত প্রমাণিত হয় না।