ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ওজুর ফরয চারটি যথাঃ-
(১)চুলের গুড়া থেকে তুথনীর নিচ পর্যন্ত এবং এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত মূখ ধৌত করা।
(২)দুনু হাত কনুই সহ ধৌত করা।
(৩)দুনু পা টাখনু সহ ধৌত করা।
(৪)মাথার এক চতুর্তাংশ মাসেহ করা।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
ফুকাহায়ে কেরামদের আলোচনা থেকে বুঝা যায় যে,কালো কলপ বিশেষ কিছু শ্রেণী ব্যতীত একদমই দেওয়া যাবে না। (জাওয়াহিরুল ফিকহ, ৭/১৫৯
মাকতাবাতু দরুল উলূম করাচী)
কালো কলপ ব্যতীত চুলে যেকোনো কালার দেয়া যেতে পারে যদি তা কাফিরগণ কে অনুসরণ করে না করা হয়।এবং পরপুরুষ কে দেখানোর উদ্দেশ্iয না থাকে।(যেব ও যি-নত কে শরয়ী আহকাম-৭১) আরও জানুন-
https://www.ifatwa.info/761
বয়স্কদের জন্য চুলে কালো কলপ দেওয়া কখনো জায়েয হবে না। হ্যা, কোনো অসুস্থতার কারণে যুবক বয়সে চুল পেকে গেলে তখন চুলে কালো মেহেদি দেওয়া যাবে। চুলে কালো মেহিদি দিলে অজুর কোনো সমস্যা হবে না। কেননা মহিদি চুল মাসেহের জন্য প্রতিবন্ধক হয় না।