আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু,
শায়েখ লিংকের আর্টিকেলটি দয়া করে পড়ে তারপর কষ্ট করে প্রশ্ন গুলোর উত্তর দিবেন।
https://www.muslimmedia.info/2020/09/09/is-religion-without-science-blind-the-religion-that-is-not-blind
অন্যান্য ফাতওয়া থেকে জেনেছি যে, ঈমান আকিদা ঠিক রাখার শর্তে সকল বিজ্ঞান শিক্ষা জায়েজ আছে। তাছাড়া, বিজ্ঞানী যদি নাস্তিক বিধর্মী হয় তাহলেও তার থিউরি, আবিষ্কার, গবেষণা জানা মানা যাবে। তাহলে উক্ত লিংকের ব্যাখায় রয়েছে যে, আমাদের ওহীতে যা থাকবে শুধু তা মানা যাবে কিন্তু অন্য গুলো মানা যাবে না।
১. কিন্তু অন্যান্য আবিষ্কার গবেষণা ও ত প্রমাণিত। তাহলে কি করব?
২. সেখানে বলেছে, যদি আবিষ্কার গুলো/ গবেষণা গুলো নিজ চোখে পর্যবেক্ষন করে মুসলিম রা তাহলে বিশ্বাস করবে। কিন্তু এত শত বিষয় কীভাবে আবার পর্যবেক্ষন করবে? এই ধরনের ফাতওয়া নাকি শায়েখ বিন বায রাহিমাহুল্লাহ ও দিয়েছিলেন।
৩. সেখানে বলেছে, আমাদের ঈমান দৃঢ় করতে যতটুকু বিজ্ঞান প্রয়োজন ততটুকুই গ্রহণ করবো যা ওহী দিয়ে প্রমানিত। কিন্তু কুরআন ত আর শুধু বিজ্ঞান বই না। এটি সকল কিছুর ব্যাখা। তাই যেসকল বিষয় কুরআন এ নেই সেটা গবেষণা করলে, বিজ্ঞানীরা ধারণা দিলে তা মানা কি নাজায়েজ? যেমনঃ পৃথিবী গোলাকার না সমান, সূর্য এর চারপাশে পৃথিবী ঘুরে কিনা ইত্যাদি। এর ফাতওয়ায় বলেছেন যে যেহেতু কুরআন এ স্পষ্ট ভাবে এ সম্পর্কে কিছু বলা হয়নি তাই যেকোন টা বিশ্বাস করা যাবে.
৪. শুধু ওহীতে যা আছে তা বিশ্বাস করব অন্য আবিষ্কার বিশ্বাস করব না এরূপ হলে, কুরআন এ বিগব্যাং, ফিংগার প্রিন্ট, মানব শিশু উত্পত্তি, অণু-পরমাণুর ইত্যাদির ব্যাখা রয়েছে। কিন্তু এগুলোর বিস্তারিত আলোচনার পাশাপাশি মোটর, ইঞ্জিন,বিদ্যুৎ, আলো,রাসায়নিক বিক্রিয়া, গতি, কোন জিনিস কত সময়ে কত দূরে যায় এগুলো ও তাদের বিস্তারিত আলোচনা ত পশ্চিমাদের আবিষ্কার এবং কুরআনে নেই সেক্ষেত্রে?
৫. বেশিরভাগ বিজ্ঞানীই নাস্তিক,বিধর্মী, পশ্চিমের আর অনেক কিছুই এ পরজন্ত আবিষ্কার হয়েছে। তাহলে সেক্ষেত্রে প্রতিটা বিষয় কিভাবে আবার গবেষণা করে সকল মুসলিম পর্যবেক্ষন করবে?
৬. আর সার্বিকভাবে এই আলোচনায় আমি বুঝি নি যে, এটি কি সব বিজ্ঞান নিয়ে লেখা না শুধু সৃষ্টিতত্ত্ব নিয়ে লেখা?
৭. আর আমরা কি আকিদা গ্রহন করব যে, যতক্ষন প্রতিটা বিজ্ঞান বিষয় এ কোন নাজায়েজ ব্যাপার না আসে তা ঢালাও ভাবে জায়েজ ধরে নেয়া। আর কিছু বুঝতে না পারলে আল্লাহর কাছে বলা যে, কোন গুনাহ হলে আল্লাহ ক্ষমা করে দিও?
কষ্ট করে সম্পূর্ণ ব্যাপারটি বুঝিয়ে দিবেন
৮. বট মানে গরুর ভূরি। যেখানে গরুর মল থাকে। সেটা পরিস্কার করে, সেদ্ধ করে গন্ধ দূর করে খাওয়া হয়। সেটা কি হালাল?