আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
325 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (25 points)
আসসালামু আলাইকুম।
আমি হানাফি মাজহাবের অনুসারী। একজন মুমিনকে ইমান সম্পর্কে বিশুদ্ধ জ্ঞান থাকা দরকার। আমি শুনেছি যে, হানাফি মাজহাবে ইমান সম্পর্কে ধারণা কিছুটা ভিন্ন। মানে অল্প কিছুটা ভিন্ন।
তাই বাংলা ভাষায় লিখিত হানাফি মাজহাবের ইমান সম্পর্কে যেকোনো বই পড়তে চাই। আমাকে  একটা বই  দয়া করে সাজেস্ট করবেন।
বই ও বইয়ের লেখকের নাম বলবেন?

1 Answer

0 votes
by (63,450 points)
edited by

 

 

 

بسم الله الرحمن الرحيم

 

জবাব,

ইসলামী জীবন দর্শনে বিশুদ্ধ আকিদার গুরুত্ব অত্যন্ত ব্যাপক ও অপরিহার্য। এ বিষয়টি পার্থিব ও পারলৌকিক সম্পর্কিত সকল বিষয়ে সুদৃঢ় ও মজবুত দিক নির্দেশনা প্রদান করে। মুসলমানদের প্রাত্যহিক জীবনে যেসব ইবাদত (নামায, রোজা, হজ্ব, যাকাত ইত্যাদি) করা হয় সব কিছু কবুলের জন্য বিশুদ্ধ আকিদা প্রয়োজন। প্রসঙ্গে আল্লাহ্ তা‘আলা বলেন-

مَنْ عَمِلَ صَالِحًا مِّن ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً ۖ وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ

‘‘যে কোন নর-নারী সৎ কাজ করবে ঈমানদার অবস্থায় অবশ্যই আমি (আল্লাহ্) তাকে পবিত্র উন্নত সমৃদ্ধ জীবন দান করব। এবং প্রতিদানে তাদেরকে তাদের উত্তম কাজের কারণে প্রাপ্য পুরষ্কার দেব যা তারা করত।   ’’ [সূরা নাহল: ৯৭]

এ আয়াতে নেক আমল কবুলের জন্য ঈমান তথা বিশুদ্ধ আকিদার শর্ত জুড়ে দেয়া হয়েছে। আর আকিদা সহিহ ও একনিষ্ঠ হলে সকল ইবাদত কবুলের নিশ্চয়তা রয়েছে। তাছাড়া ইন্তিকালের পর কবরে মুনকার নাকিরের প্রশ্নোত্তর হবে আকিদা সম্পর্কিত। আখিরাতের প্রথম পর্যায়ে (কবরে) আমল সম্পর্কিত কোন প্রশ্ন করা হবে না। তিনটি প্রশ্নই আকিদা বিষয়ক। যেমন: من ربك (তোমারপ্রভু কে?) ২. وما دينكতোমার ধর্ম কী?), ৩. وما كنت تقول فى حق هذا الرجل الذى بعث فيكم- (এ ব্যক্তি সম্পর্কে (নবীজিকে ইঙ্গিত করে) তোমার অভিমত কি? যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল?)

 তে যারা দুনিয়াতে বিশুদ্ধ আকিদার সঙ্গে আমল করেছে তারা তিনটি প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে। এবং কিয়ামতে সংঘটিত হওয়ার আগ পর্যন্ত শান্তির স্বর্গীয় পরিবেশে কবর জীবন কাটাতে পারবে। পক্ষান্তরে যারা বিশুদ্ধ আকিদা পোষণ করবে না তারা কবরে সঠিক জবাব দিতে ব্যর্থ হবে। ফলে কবর জীবন হবে তাদের জন্য এক কষ্টের কারাগার। আকিদা সহীহ না থাকার কারণে তাদের উভয় জগতে রয়েছে লাঞ্ছনা ও শাস্তি। এ প্রসঙ্গে আল্লাহ্ তা‘আলা বলেন-

مُذَبْذَبِيْنَ بَيْنَ ذَالِكَ لَا اِلَى هَؤُلَاءِ وَلَا اِلَى هَؤُلَاءِ

‘‘মাঝখানে দোদুল্যমান থাকে, না এদিকের ও দিকের।’’ [সূরা নিসা: ১৪৩] অর্থাৎ দুই রকম আকিদা পোষণকরী উভয় জগতে বৃথা।

সুতরাং ইসলামী আকীদা সম্পর্কে ইলম অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরী।  ইসলামী আকীদা বিষয়ে প্রথম বই লেখেন ইমাম আবু হানিফা( :) বইটি আল ফিকহুল আকবার নামে পরিচিত।আকীদা বিষয়ে অসংখ্য বই লেখা হয়েছে। এর মধ্যে প্রাচীন কয়েকটি বই হল - ইমাম আহমাদ লিখিত "আস-সুন্নাহ", ইমাম আবু দাউদ সুলাইমান লিখিত "আস-সুন্নাহ"ইমাম আবু জাফর ত্বহাবী লিখিত "আকীদাতু আহলিস সুন্নাহ" এছাড়া আরো অনেক বই রয়েছে

প্রশ্নকারী প্রিয় দ্বীনি ভাই/বোন!

আপনি ইমান সম্পর্কে জানতে ইমাম আবু জাফর ত্বহাবী (: )এর লিখিত (আকীদাতু ত্বহাবী, বাংলা ট্রান্সলেশন আছে),বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেম মাওলানা :মালেক সাহেব কর্তৃক রচিত (ইমান সবার আগে) মাওলানা হেমায়েত সাহেব কর্তৃক রচিত  (ইসলামী আকীদা ভ্রান্তমতবাদ )বইগুলো অধ্যায়ন করতে পারেন।এছাড়াও পূর্বেল্লিখিত বইগুলির বাংলানুবাদ পড়তে পারেন


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী মুজিবুর রহমান
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)
by (25 points)
প্রথম দিকটা কোন ভাষায় লেখা?
by (63,450 points)
লেখাটি কারেকশন করে দেওয়া হয়েছে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...