জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অযু ভেঙ্গে যাওয়ার অন্যতম একটি কারন হলোঃ
পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। যেমন বায়ু, পেশাব পায়খানা, পোকা ইত্যাদি। (হেদায়া-১/৭)
আব্দুল্লাহ ইবন আব্বাস রাযি. থেকে বর্ণিত, নিশ্চয় রাসুলুল্লাহ ﷺ বলেছেন,
إِنَّمَا الْوُضُوءُ مِمَّا خَرَجَ ، وَلَيْسَ مِمَّا دَخَلَ
শরীর থেকে যা কিছু বের হয় এ কারণে অযু ভেঙ্গে যায়, প্রবেশের দ্বারা ভঙ্গ হয় না। (সুনানে কুবরা লিলবায়হাকী ৫৬৮)
قَالَ عَطَاءٌ: «تَوَضَّأْ مِنْ كُلِّ حَدَثٍ مِنَ الْبَوْلِ، وَالْخَلَاءِ، وَالْفُسَاءِ، وَالضُّرَاطِ، وَمِنْ كُلِّ حَدَثٍ يَخْرُجُ مِنَ الْإِنْسَانِ
হযরত আত্বা রহঃ বলেন, অযু কর প্রত্যেক হদসের কারণে। যেমন পেশাব, পায়খানা, বায়ু বের হওয়া শব্দসহ বা শব্দ ছাড়া। প্রতিটি বস্তু যা মানুষের শরীর থেকে বের হয়। [মুসান্নাফ আব্দুর রাজ্জাক-১/১৩৯, হাদীস নং-৫২৭]
বিস্তারিত জানুনঃ
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
প্রশ্নে উল্লেখিত ছুরতে দেখতে হবে যে উক্ত পেশাব অযু করার আগে বের হয়েছিল নাকি অযু করার পর?
যদি অযু করার আগেই সেটি বের হয়ে থাকে,তাহলে আপনার নামাজ হয়ে গিয়েছে।
কোনো সমস্যা নেই।
,
আর যদি অযু করার পর সেটি বের হয়ে থাকে,তাহলে সেটি বের হওয়ার দ্বারা আপনার অযু ভেঙ্গে গিয়েছে।
এমতাবস্থায় সেই নামাজ হয়নি।
পুনরায় আদায় করতে হবে।
,
আর আপনি যদি বুঝতে না পারেন যে এটি অযু করার আগে বের হয়েছিলো,নাকি অযু করার পরে বের হয়েছিলো।
সেক্ষেত্রে সতর্কতামূলক সেই নামাজ পুনরায় আদায় করে নিবেন।
,
এহেন অবস্থা চালু থাকলে আপনি নামাজের আগ মুহুর্তে পেশাব পায়খানা করবেননা।
নামাজের পরে বা অন্য সময়ে করবেন।