আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
155 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (60 points)
আসসালামুয়ালাইকুম।

শাইখ , আমার শিক্ষক  আমাকে বলেছিলেন- "আইনস্টাইন এর রেখে যাওয়া জ্ঞান তো মানবজাতির অনেক উপকারের কারণ।তাহলে তো আইনস্টাইন এর সাদকায়ে জারিয়া পাওয়ার  কথা।আর সাদকায়ে জারিয়ার হাদিসটাতে তো 'মুসলিম ' অথবা 'মুমিন' উল্লেখ করে এই সাওয়াবের বিধান শুধু আমাদের  জন‍্য বলা হয়নি। তার শেষ পরিণতি জাহান্নাম হলেও তার কবরে তো সাদকার সাওয়াব পৌছানোর কথা।"


আমি জানি এই ধারণা ভুল কিন্তু রেফারেন্স  উল্লেখ করার মত ইলম না থাকায় কিছু বলতে পারিনি।আপনি আমাকে  রেফারেন্স এর মাধ‍্যমে এর উত্তর  জানান যাতে আমি তা তায কাছে উল্লেখ করতে পারি। যাযাকাল্লাহু খয়রন।

1 Answer

0 votes
by (574,740 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ-

কাফেররা দুনিয়াতেই তাদের নেক কাজের প্রতিদান পাবে।
মৃত্যুর পরবর্তী জীবনে তারা কিছুই পাবেনা।
,
হাদিস শরিফে এসেছে,

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّهُ حَدَّثَ عَنْ رَسُولِ اللَّهِ ﷺ إِنَّ الْكَافِرَ إِذَا عَمِلَ حَسَنَةً أُطْعِمَ بِهَا طُعْمَةً مِنَ الدُّنْيَا وَأَمَّا الْمُؤْمِنُ فَإِنَّ اللَّهَ يَدَّخِرُ لَهُ حَسَنَاتِهِ فِي الآخِرَةِ وَيُعْقِبُهُ رِزْقًا فِي الدُّنْيَا عَلَى طَاعَتِهِ

আনাস ইবনু মালিকা রাযি. থেকে বর্ণিত। তিনি রসূলুল্লাহ ﷺ থেকে বর্ণনা করেছেন যে, কাফির যদি দুনিয়াতে কোন নেক আমল করে তবে এর প্রতিদান স্বরূপ দুনিয়াতেই তাকে জীবনোপকরণ প্রদান করা হয়ে থাকে। আর মুমিনদের নেকী আল্লাহ তা’আলা আখিরাতের জন্য জমা করে রেখে দেন এবং আনুগত্যের প্রতিফল স্বরূপ আল্লাহ তা’আলা তাদেরকে পৃথিবীতেও জীবিকা নির্বাহ করে থাকেন। (মুসলিম ৬৯৮৩)

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ ﷺ :  مَا أَحْسَنَ مِنْ مُحْسِنٍ ، كَافِرٍ أَوْ مُسْلِمٍ ، إِلا أَثَابَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ ، قُلْنَا : يَا رَسُولَ اللَّهِ ! وَمَا إِثَابَةُ اللَّهِ الْكَافِرَ ؟ قَالَ : إِنْ كَانَ وَصَلَ رَحِمًا ، أَوْ تَصَدَّقَ بِصَدَقَةٍ ، أَوْ عَمِلَ حَسَنَةً أَثَابَهُ اللَّهُ تَعَالَى ، وَإِثَابَتُهُ إِيَّاهُ الْمَالَ ، وَالْوَلَدَ ، وَالصِّحَّةَ ، وَأَشْبَاهَ ذَلِكَ ، قَالَ : قُلْنَا : وَمَا إثَابَتُهُ فِي الآخِرَةِ ؟ قَالَ : عَذَابٌ دُونَ الْعَذَابِ ، وَقَرَأَ : أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ 

আব্দুল্লাহ ইবন মাসউদ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, যে কোন মুসলিম কিংবা কাফির ভাল কাজ করলে আল্লাহ তার প্রতিদান দেন। আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসুলাল্লাহﷺ ! আল্লাহ কাফেরকে কী জাতীয় প্রতিদান দেন? রাসূলুল্লাহ ﷺ উত্তর দেন, যদি সে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে বা সদকা করে কিংবা অন্য কোন ভাল কাজ করে তাহলে আল্লাহ এর প্রতিদান তার সহায়-সম্পদে, সন্তান-সন্ততিতে, স্বাস্থ্য-সুস্থতায় এবং অনুরূপ বিষয়ে দান করেন। আমরা পুনরায় জিজ্ঞেস করলাম, পরকালে সে কী জাতীয় প্রতিদান পাবে? রাসূলুল্লাহ ﷺ উত্তর দিলেন, বড় আযাব হতে ছোট আযাব। তারপর তিনি [সূরা ম’মিন ৪৬] তেলাওয়াত করলেন, أَدْخِلُوا آلَ فِرْعَوْنَ أَشَدَّ الْعَذَابِ ‘ফেরাউন গোত্রকে কঠিনতর আযাবে দাখিল কর’।
 (আল মুসতাদরাক আ’লা সহিহাইন ৩০০১, মুসনাদে বাযযার ৯৪৫)

★★সুতরাং আইনস্টাইন দুনিয়াতেই তার নেক কাজের প্রতিদান পেয়েছে।
কবর জীবন যেহেতু মৃত্যুর পরবর্তী জীবন,তাই সে আর কোনো ভালো প্রতিদান পাবেনা।
ছদকায়ে জারিয়ার ছওয়াব সে পাবেনা।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...