১. আমার মাথায় একটা বাজে জিনিস কাজ করছিল। খুব সম্ভবত স্বপ্নই (হুরমত সম্পর্কিত। হয়তো স্বপ্নেই " আমি মনে মনে খুব খারাপ জিনিস ভাবছিলাম" আর আমার বীর্যপাত হয়ে যায়। আবার আমার এও একটু মনে হচ্ছে আমি তদ্রাবস্থায় এই চিন্তাকে প্রশ্রয় দিয়েছি কিনা!। অথচ চেতন অবস্থায় আমি একটা ভাবতেই পারি না। আর বীর্যপাতও সেভাবে বুঝতে পারি নি। মাথায় অনেক জিনিস ঘুরছিল।
এ অবস্থায় কি আমার পাপ হয়েছে? আমার সন্দেহ স্বপ্ন কিনা কিছুটা চেতন তদ্রাবস্থা।
২. আমার ৫ বছর বয়সী ভাই তুলসি পাতার গুণাগুণ করতে থাকায় আমি ফাজলামি করে ওকে "হিন্দু" বলছিলাম। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পারি। এখানে কি আমার ইমান চলে গেছে?
a. আমার সব আমল কি বরবাদ হয়ে গেছে?
b. পুনরায় ইমান আনলে কি আমি একদম নিষ্পাপ হয়ে যাব?যেহেতু কাফের ব্যক্তি ইমান আনলে নিষ্পাপ হয়ে যায়।
৩. কোন ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করলে কি নিহত ব্যক্তির সব পাপ হত্যাকারীর ঘাড়ে যায়?
৪. হুরমতের ভয় ঠিকমতো ঘুমাতে পারি না পাছে আমি রুমে আসে ডাক দেয় হাত ধরে বা গা লেগে যায়?
ওরকম স্বপ্ন দেখি প্রায়ই হুরমত হয়ে যাচ্ছে। সবসময় ট্রমা কাজ করে? এর থেকে কিভাবে রক্ষা পাব?