ফরজ নামাজে ভুলবশত ২য় রাকাতে ফাতিহার পর অন্য সূরা পড়তে ভুলে গেছি৷এখন সেই নামাজ ক্বাজা পড়তে হবে?
উমরি ক্বাজার নামজগুলোর মধ্যে নাবালেগ অবস্থার কিছু নামাজ আছে৷সেগুলোও কী আমার ক্বাজা করা ফরজ?নাকি বালেগ অবস্থাগুলো কেবল করলে হবে?
নামাজে কয়েকটি সূরা একসাথে এক রাকাতে পড়া যাবে(তাহাজ্জুদের কিরআত বড় করার উদ্দেশ্যে)কী?যেভাবে খতমে তারাবিতে পড়া হয়...