বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
গায়রে মাহরাম পুরুষের সাথে বিশেষ কোনো প্রয়োজন দেখা দিলে তখন তার সাথে মাহরামের উপস্থিতিতে কথা বলা জায়েয। বেহুদা কথাবার্তা মাহরামের উপস্থিতিতেও জায়েয হবে না। সুতরাং আপনার স্বামীর উপস্থিতিতেও আপনি মেসেজের রিপ্লাই দিতে পারবেন না।
(২) ফেসবুকে পোস্টে নন মাহরাম কমেন্ট করলে, তার রিপ্লাই দেওয়াও জায়েয হবে না। তবে বিশেষ কোনো প্রয়োজন হলে জায়েয হবে। যেহেতু তা উন্মোক্ত , তাই তাতে মাহরামের উপিস্থিতি জরুরী নয়।