আস্সালামুআলাইকুম
আমার বাবার আর্থিক অবস্থা দুর্বল থাকায় ছেলে মেয়েদের আকীকা দিতে পারেন নি। তিনি ইন্তেকাল করেছেন। এখন আমরা ভাই বোন রা কি ব্যক্তিগত ভাবে যার যার টা আদায় করতে হবে? নাকি একজনে সবার টা আদায় করতে পারবে? বোনদের বিাবহ হয়ে গেছে, ভাই বিয়ে করছেন। ভাই আদায় করবে নাকি বোনরা যে কোন একজন আদায় করব। আকীকা আদায় না করলে কি গুনাহ হবে। দয়া করে উত্তর জানাবেন।