জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(ক)
২য় প্রেক্ষাপটের কার্যক্রম টা হারাম/নাযায়েযের অন্তর্ভুক্ত হবেনা।
এটি জায়েজ আছে।
,
(খ)
হাদীস শরীফে এসেছেঃ
عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَّائِبُ مِنَ الذَّنْبِ، كَمَنْ لَا ذَنْبَ لَهُ»
হযরত ইবাদা বিন আব্দুল্লাহ তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাঃ ইরশাদ করেছেন, গোনাহ থেকে তওবাকারী গোনাহ করে নাই ব্যক্তির মত হয়ে যায়। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৪২৫০]
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
তওবার শর্ত গুলির মধ্যে অন্যতম একটি শর্ত ভবিষ্যতে সেই কাজটি ছেড়ে দেওয়ার উপর প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
,
যদি কেহ তওবার সমস্ত শর্ত মেনে খালেছ দিলে আল্লাহর কাছে তওবা করে,আল্লাহ যদি তার তওবা কবুল করেন,তাহলে আল্লাহ তায়ালা তাকে ঐ গুনাহ গুলোর জন্য শাস্তি দিবেননা।
.
তওবার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানুনঃ
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
উপরোক্ত শর্ত পুরোপুরি ভাবে মেনে তওবা করা হলে উভয় ছুরতেই তওবা কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে।
কোনো ছুরতে যদি উপরোক্ত শর্ত পুরোপুরি ভাবে মানা সম্ভন না হয়,সেক্ষেত্রে তওবা কবুল হবেনা।
,
(গ)
বিয়ে পরবর্তী কোনোকিছুই হারাম হয়ে যাবেনা।
সম্পূর্ণ জায়েজ।
এই বিয়ে করতে চাওয়ার বিষয়টিকে উভয় পরিবার মেনে নিলে এ নিয়ে কেউ মজা/ঠাট্টা/ব্যাঙ্গ করতে পারবেনা।
এটি ঠিক হবেনা।