আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ, শাইখ। আজকে হাজিরা আরাফার দিনের ইবাদাতগুলো করবেন,তাই আমরা আরাফার দিনের রোজা ও অন্যান্য ইবাদাতও আজকে করছি। ইংশা আল্ল-হ কালকে আমাদের দেশের ৯জিলহজ্জ বলেও এই ইবাদাত গুলো করব। আমার প্রশ্ন হচ্ছে, আজকে থেকেই কি ফরজ নামাযের পরে ওয়াজিব তাকবির বলা শুরু করতে হবে? নাকি কালকে ফজরের সালাত থেকে? আর শেষ করব আমাদের দেশের ১৩জিলহজ্জ তারিখে নাকি সৌদির যেটা হাজিরা পালন করছে?