আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
১. ওজু থাকাবস্থায় লজ্জাস্থান হতে কিছু বের হলো কিনা তা চেক করার জন্য লজ্জাস্থানে হাত দিলে ও লজ্জাস্থানের ভিতরের অংশে তাকিয়ে দেখলে কি ওজু ভেঙে যাবে?
২. লজ্জাস্থানের সাদাস্রাব বা কোনো নাপাক জিনিস টিস্যু দিয়ে পরিস্কার করার পর সেই টিস্যুর সামান্য অংশ লজ্জাস্থানে লেগে থাকলে তা নিয়ে ওজু, নামাজ পরলে হবে?
৩. রোজা থাকাবস্থায় সাদাস্রাব পরিস্কার করার জন্য কোনো শুকনো কাপড় লজ্জাস্থানের ছিদ্রের কিছুটা বা অনেকটা ভিতরে প্রবেশ করিয়ে পরিস্কার করলে কি রোজা ভেঙে যায়?
৪. রোজা রাখাবস্থায় যদি এমন কোনো শুকনো কাপড় দিয়ে লজ্জাস্থানের কিছুটা বা অনেকটা ভিতরে প্রবেশ করিয়ে সাদাস্রাব বা কোনো নাপাক পরিস্কার করি যে কাপড় দিয়ে আগেও দুই/একবার সাদাস্রাব পরিস্কার করা হয়েছে তাতে কি রোজায় কোনো সমস্যা হবে? কাপড় টা শুকনো যেহেতু!
৫. শাকসবজি, পেয়াজ, আলু ও কিছু তরকারি কাটার পর হাতের আঙুল কালো হয়ে থাকে, কেমন কষ টাইপ মনে হয়! এগুলো নিয়ে ওজু করলে হবে?
মাঝে মাঝে কালো হওয়ার সাথে হাতের আঙুলের কিছু রেখায় কালো দাগের মতো পরে থাকে! এই দাগ থাকলে ওজুতে সমস্যা হয়?
৬. নামাজে সিজদাহ্ র জায়গায় নাকি আলো থাকতে হয় সামান্য হলেও যেন নিজে দেখতে পাই! নয়তো নামাজ হবে না! এটা কি সত্যি?
তাহলে কি অন্ধকার ঘরে নামাজ পরা যাবে না?
৭. নামাজে সিজদাহ্ দেয়ার সময় মাঝে মাঝে পরনের হিজাব সিজদাহ্ র জায়গায় পরলে জায়নামাজের সিজদাহ্ র জায়গাটা ঢেকে যায়! এমতাবস্থায় সিজদাহ্ হবে?!
শুনেছি সিজদাহ্ র জায়গা ঢেকে গেলে সিজদাহ্ হয় না! কথা টা কি সত্যি?
জাযাকাল্লাহ খাইরান!