আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকা তুহ
কুরবানির গরুর ৭ ভাগের মধ্যে ৩ জন যদি ২ ভাগ করে ৬ ভাগ নেন এবং বাকি ১ ভাগ ঐ তিনজনের যেকোনো দুইজন ভাগ নেন তাহলে কি কোরবানি হবে?
মনেকরুন, গরুর মূল্য ৭০০০০ টাকা।এখন প্রতি ভাগে হয় ১০০০০ টাকা।৩ জন মিলে সবাই ৬ ভাগ নিলে হয় ৬০০০০।
বাকি আরেকভাগ এর ক্ষেত্রে যেকোনো দুইজন যদি (৫০০০+৫০০০)=১০০০০ -/ ভাগ করে নেন তাহলে কি কোরবানি হবে?
***আরেকটি প্রশ্ন হজরত,
~আমি ফুযাইল ইবনে ইয়াজ রহ. সম্পর্কে জানতে চাই।আপনার জানা মতে কোনো বই বা উনার জীবনী সম্পর্কিত কোনো লেখা জানা থাকলে দয়াকরে উল্লেখ করবেন।