১. বউকে দেনমহর হিসেবে দেওয়া গহনার উপরে কি স্বামীর যাকাত দিতে হবে?
২. স্বামীর মারা যাওয়ার আগে কিছু টাকা রেখে গিয়েছে তার স্ত্রীর নামে, তার একটা মেয়ে আছে, ক্লাস ৭ এ পড়ে।
বাসা ভাড়া দিয়ে কোনরকম ভরণপোষণ চলে এবং মেয়ের যাবতীয় খরচ চালাতে হয়। করোনা কালীন তার বাসা ভাড়া কমে যায়, যার কারণে তাদের ভরণপোষণ চালাতে কষ্ট হয়ে যায়, যার কারণে মাঝে মাঝে ধারদেনা ও করতে হয়।
এমতাবস্থায় তার স্বামীর রেখে যাওয়া প্রায় ৩ লাখ টাকার উপর কি যাকাত এবং কোরবানি দিতে হবে?