আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লহি ওয়াবারকাতুহ
উস্তাদ,,আমার গহনা আছে ১৪ আনা স্বর্ণ,,এর মধ্যে ৬ আনা ম্যাক্সিমাম টাইমে পড়ে থাকি।।২.৫ ভরী রূপা
এবং ২১ হাজার টাকা।।২১ হাজার টাকার মধ্যে
আমার ক্যাশ টাকাঃ ৩,৫০০
কর্যে হাসানাহঃ১২৭৫০
আমার থেকে পাবেঃ৫০০০
দেনমোহর এর পাওনা টাকা ১,২৪,০০০ টাকা
১। আমার গত বছর যিলহাজ্জ মাসের ৪/৫ তারিখের দিকে আমার নেসাব পরিমাণ স্বর্ণ, রূপা এবং টাকা ছিল।। এখন এই বছর কি আমার যাকাত এবং কুরবানী আদায় করতে হবে??
২।যাকাত আগে আদায় করে ফেললে কুরবানীর নেসাব থাকবে কিনা?