আসসালামুআলাইকুম,
১। চামড়ার জুতা বা স্যান্ডেলে(চটি) নাপাক পানি লেগে যদি শুকিয়ে যায়,তাহলে তাতে জুতা পড়া অবস্থায় মগ দিয়ে পানি ঢেলে দিলে কি তা পবিত্র হবে?বা জুতা খোলা অবস্থায়।
এক বইতে দেখলাম, লেখা চামড়ার তৈরি জিনিসে তরল নাপাকি শুকিয়ে গেলে প্রত্যেক বার ধুয়ার পর এতটা বিলম্ব করতে হবে যেন পানি টপকানো বন্ধ হয়ে যায়।এভাবে তিনবার করতে হবে।
২।গ্রামে উঠানগুলো সাধারণত গোবর দিয়ে লেপা থাকে । এখন বৃষ্টির সময় বা কুয়াশা পড়লে,বৃষ্টির ছিটা দরজার সামনে রাখা জুতায় পড়ে;এতে কি জুতা নাপাক হবে?
যদি নাপাক হয়।উক্ত জুতা কিভাবে পাক করবো?
৩।ভুল জানার কারণে ,শরীরকে ধুলাবালি ও ময়লা থেকে পরিষ্কারের জন্য গোসল করাকে সুন্নত মনে করেছি ।কিন্তু এখন জানছি এটা মুবাহ।এখন এই নিয়তে গোসল করে যে নামায আদায় করেছি ,তা কি হয়েছে?
আমি গোসল করার আগে অযু করে নেই ,শুধু পায়ে পানি ঢালি না। সারা শরীরে পানি ঢালা শেষে পরে পায়ে পানি ঢালি।