আমরা একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে নতুন দ্বীনে ফেরাদের জন্য তাহাজ্জুদকে অভ্যাসে পরিণত করতে যদি প্রতিযোগিতার আয়োজন করতে চাই এবং যে সবচেয়ে বেশি পড়বে তাকে হাদিয়া দিতে চাই। এই উসিলাতে তারা নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করবেন। এরকম প্রতিযোগিতা করা কি জায়েজ হবে?
যদি হাদিয়ার ব্যবস্থা করা হয় তবে কি নাজায়েজ হবে? নাম্বারিং করে যে সবচেয়ে বেশি দিন সালাত আদায় করবে, যে বড় সূরা দিয়ে পড়বে, যার রাকাআত সংখ্যা বেশি হবে এসব বিষয় বিবেচনায় এনে যদি রেজাল্ট করি এবং কয়েকজনকে হাদিয়া প্রদান করি তবে কি এটা জায়েজ হবে?
অনেকে আমাদের অবগত করেছেন যে এরকম প্রতিযোগিতা নাজায়েজ, তবে আমরা জানি যে করা যায়, এ ব্যাপারে কোন বিধি-নিষেধ কি আছে?
এখানে আমাদের উদ্দেশ্য শুধুই অনুপ্রেরণা জাগানো, যারা অলসতা করে তাহাজ্জুদ সালাত আদায় করেন না তাদের মধ্যে একটা স্পৃহা তৈরি করা যাতে তারা প্রতিযোগিতার উসিলায় রবের আরো কাছাকাছি চলে আসতে পারেন, আমাদের উদ্দেশ্য একটি দ্বীনি মহল গড়ে তোলা, বোনদের একটা দ্বীনি পরিবেশ গড়ে দেওয়া, যেন একজন আরেকজন কে দেখে অনুপ্রাণিত হন, একজন আরেকজন এর দ্বীনে চলার পথের স্ট্রাগল শুনে নিজেরাও নিজেদের সর্বোচ্চ চেষ্টা করে।