ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হযরত আবু হুরায়রা থেকে বর্নিত,
، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَغَيْرِهِمْ . قَالَ أَبُو عِيسَى وَعَبْدُ الرَّحْمَنِ هُوَ ابْنُ حَبِيبِ بْنِ أَرْدَكَ الْمَدَنِيُّ وَابْنُ مَاهَكَ هُوَ عِنْدِي يُوسُفُ بْنُ مَاهَكَ .
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেনঃ তিনটি বিষয়ে প্রকৃতপক্ষে বললেও যথার্থ হবে, এবং ঠাট্রাচ্ছলে বললেও যথার্থ গন্য হবে: বিবাহ(কবুল করা), তালাক দেওয়া,তালাক প্রত্যাহার। [তিরমিযীঃ জামে’ আত-তিরমিজি” হাদিস নং: 1184.]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি কেউ মজা করে দুই সাক্ষীর সামনে বিপরিত লিঙ্গের কাউকে বিয়ের প্রস্তাব দেয়, এবং অন্যজন্য সেই প্রস্তাবকে গ্রহণ করে নেয়, তাহলে উক্ত বিয়ে হয়ে যাবে। মহর উল্লেখ থাকুক বা না থাকুক, বিয়ে হয়ে যাবে।
মনের অজান্তে বিয়ে হলে তালাক দেওয়ার প্রয়োজন নাই যদি উভয় পরিবার মেনে নেয়, তাহলে সংসার স্থাপন করে নেওয়াই উত্তম। যদি বাধ্য হয়ে তালাক দিতে হয়, তাহলে স্বামীকে অর্ধেক মহর আদায় করতে হবে।