ওয়া আলাইকুমুস সালাম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ
আল্লাহ তায়ালা বলেন-
وَتَعَاوَنُوا عَلَى
الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ
وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের
সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা। (সূরা
মায়েদা, আয়াত নং-২)
আল্লাহ তায়ালা বলেন-
يَا
أَيُّهَا النَّاسُ كُلُوا مِمَّا فِي الْأَرْضِ حَلَالًا طَيِّبًا وَلَا
تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ ۚ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ
হে মানব মন্ডলী, পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু-সামগ্রী
ভক্ষন কর। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে নিঃসন্দেহে তোমাদের প্রকাশ্য
শত্রু। (সূরা বাকারা, আয়াত নং- ১৬৮)
★ সু-প্রিয়
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যদি কারোর ব্যাপারে নিশ্চিৎ জানা যায় যে, সে ফেইসবুক পেজ গুনাহের কাজে
ব্যবহার করবে। তাহলে তাকে উক্ত পেজ বানিয়ে দেওয়া জায়েজ হবে না। টাকার বিনিময়ে তো
হবেই না, এমন কি ফ্রি বানিয়ে দেওয়াও জায়েজ হবে না। বানিয়ে
দিলে পাপ কাজে সহযোগিতার গুনাহ হবে।