আসসালামুআলাইকুম,
১।অপবিত্র কাপড় বালতির পানিতে ধোয়ার সময়,বালতির পানি বা কাপড়ের কোন অংশ হতে লাগলে বা কাপড় কচলানোর সময় সামান্য ছিটা লাগলে ;হাতের সেই অংশ কি নাপাক হবে?
যদি নাপাক হয় কাপড় চিপড়ানোর সময় হাতের ঐ অংশ কাপড়ে লাগলে বা আবার বালতিতে পানি নিয়ে যখন ঐ কাপড় আরেকবার ধুব তখন হাত বালতির পানিতে চুবালে কি পানি নাপাক হয়ে যাবে?
বালতিতে কাপড় নিতে কচলানোর সময় হাতে পানি লাগে বা সামান্য ছিটাও হাতে ছিটে আসে;এক্ষেত্রে কি করতে পারি?
২।ছোট একটা ন্যাকড়া পানিতে ভিজিয়ে,তা দিয়ে যদি অপবিত্র ফ্লোর মুছি এবং পরে সেই ন্যাকড়া এক হাতে নিয়ে ট্যাব ছেড়ে হাতে থাকা অবস্থায় দুই-একবার চাপ দিয়ে পানি ফেলে দিলে কি ন্যাকড়া পবিত্র হয়ে যাবে?
আর ন্যাকড়া যদি এক হাতে নিয়ে আরেক হাত দিয়ে মগ দিয়ে পানি ঢালতে ঢালতে কয়েকবার চাপ দিয়ে পানি বের করে দেই ;তাহলে এভাবেও কি ন্যাকড়া পাক হবে?
৩। কোন ন্যাকড়া পানিতে ভিজিয়ে যদি নাপাক ফ্লোর একবার মুছি ,আরেকবার মুছার আগে কি ঐ ন্যাকড়া তিনবার করে ধুয়ে নিতে হবে?
নাকি আরেকবার ভিজিয়ে নিলেই হবে?