আমি একটি অনলাইন পেজ খুলে কাপড়ের ব্যাবসা করতাম। হালাল ভাবেই করতাম, কোনো বেপর্দা নারীর ছবি দিতাম না। প্রথম দিকে আমার মূলধন শুধু আমাকেই জোগাড় করতে হতো, কেউ দিত না। ব্যাবসা শুরুর কিছুদিন পরে আমি মনে মনে নিয়্যাত করেছিলাম আমার মূলধন দিয়ে ব্যাবসা করে যদি লাভ করতে পারি, ব্যাবসা দাঁড় হয় ভালোভাবে তাহলে এই লাভ এর অর্ধেক আমার পরিচিত কে দিব। তখন প্রয়োজনে তাকে লাভ এর টাকা দিয়ে অর্ধেক মূলধন চেয়ে নিব। যেহেতু ব্যাবসা কেমন চলবে তা জানিনা, তাই আগেই তার থেকে মূলধন নেই নি। এক্ষেত্রে বলে রাখা ভালো, এটা শুধুই আমার নিয়্যাত বা ইচ্ছে ছিল। আমি এ ব্যাপারে তার সঙ্গে কোনো চুক্তি করিনি। কিন্তু পরে একদিন কথার ছলে শুধু এটুকু বলেছিলাম যে দুজনের পক্ষ থেকেই মূলধন দিয়েছি আমি।
এর কিছুদিন পরেই আমার ব্যাবসা নানান কারণে বন্ধ হয়ে যায়। কিছু জিনিস রয়েও যায়। আমি পেজ ডিলিট করে দিয়েছি। আমার ব্যাবসা তেমন ভালো চলতো না।
এখন আমার জিজ্ঞাসা হলো- আমি যেহেতু তার থেকে কোনো টাকা নেই নি মূলধন হিসেবে, তাহলে কি তাকে আমার ব্যাবসার যাবতীয় খুঁটিনাটি হিসেব করে অর্ধেক দিতে হবে শুধুমাত্র নিয়্যাত এর কারণে? তার সাথে এখন কোনো যোগাযোগ ও নেই। তাহলে এই টাকা কি তার নামে সাদকাহ করে দিব? আর কিছু কাপড় ও রয়ে গিয়েছে। সেক্ষেত্রে কি করবো? এগুলো বিক্রি করতে পারছি না। আমি ইতিমধ্যে বান্দার হক্ব নষ্টের ভয়ে তার নামে সাদকাহ করেছি এই ব্যাবসার জিনিস। তবুও আরও কিছু হিসেব বাকি আছে। কি করবো খুব চিন্তায় আছি। দয়া করে জানাবেন।